নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিরোধীদের ডাকা বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৩ জানুয়ারি বৈঠক হওয়ার কথা। কিন্তু সেই বৈঠকে তিনি যোগ দেবেন না বলে বৃহস্পতিবার বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশনে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রথম থেকেই সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলন করেছেন তিনি। কিন্তু বিরোধিতার নামে বাম-কংগ্রেস যে ধরনের গুন্ডামি করেছেন, সেটা তিনি সমর্থন করেন না। সেই কারণেই দিল্লির বৈঠকে তিনি থাকবেন না।
তবে, সিএএ বিরোধিতায় মিটিং, মিছিল, প্রতিবাদ সভা করবেন তৃণমূল নেত্রী। কিন্তু বাম-কংগ্রেসের সঙ্গে একসারিতে বিরোধিতায় যাবেন না। এর আগেও, বুধবার, দেশ জুড়ে বাম-কংগ্রেসের ডাকা সাধারণ ধর্মঘটকে ইস্যু ভিত্তিক সমর্থন জানালেও, কর্মনাশা ধর্মঘট, সরকারি সম্পত্তি নষ্টের তীব্র বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-দিঘা থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃ্ত্যু তৃণমূল নেতার
