ট্যুইটার বিপ্লবী বাবুল সুপ্রিয়। ফেসবুকে এক ব্যক্তি সিএএ নিয়ে মনপসন্দ বক্তব্য না রাখায় তাকে বাংলাদেশ পাঠিয়ে দেবেন বলে হুমকি দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সে নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর ক্ষমা চাওয়া তো দূরের কথা, কার্যত ঠিক করেছি বলেছিলেন। এবার আক্রমণ করলেন অভিনেতা পরিচালক অনুরাগ কাশ্যপকে। এবং রাজনৈতিক নয়, ব্যক্তিগত আক্রমণ। বললেন, ভাই আগে দু-তিনটে হিট ফিল্ম বানাও। বহু প্রডিউসারের পয়সা ডুবিয়েছ। তোমার সাম্প্রতিক ছবি শুধু ডোবেনি, প্রতিভাবান অভিনেতার ভবিষ্যৎও তোমার জন্য প্রশ্ন চিহ্নের সামনে। পাল্টা অনুরাগের সরস ও মারাত্মক জবাব, তুমি যদি স্কুলে যেতে, তাহলে ভক্ত হতে না!

Bhai.. Pehle do teen hit film bana lo•Bohot producers ke paise doob gaye aapke recent films mein aur talented actors ke careers mein brake lag gaye•U r going too far bro•Have some decency•Do justice to ur talent&status•U can’t troll the Honble PM in this derogative manner👎 https://t.co/69qldgXXU8
— Babul Supriyo (@SuPriyoBabul) January 9, 2020
এরপর অনুরাগকে কার্যত হুমকির সুরে বাবুল বলেন, তুমি বড্ড বেশি দূর চলে গিয়েছ। মাত্রাজ্ঞান রাখো। তোমার প্রতিভা আর সামাজিক অবস্থানের অন্তত মর্যাদা রাখ! প্রধানমন্ত্রী সম্বন্ধে তুমি এমন অবমানকর কথা বলতে পার না। অনুরাগ তাঁকে স্কুলে গেলে ভক্ত হতে না মন্তব্য করে প্রচ্ছন্নভাবে সাবধানবাণী শুনিয়ে বলেছেন, ‘বাকিটা? আমি দেখে নেব।’ আসলে অনুরাগের ট্যুইটে বিজেপি এমনিতেই খাপ্পা। কিছুদিন আগেই তিনি লিখেছিলেন, মাঝে মাঝে ভাবি, পাকিস্তান না থাকলে, মোদিজির কথা বলার বিষয়ই থাকত না। এনআরসি বিরোধী আন্দোলন হোক বা জেএনইউর ঘটনা, প্রকাশ্যে পথে নেমে তিনি বিজেপি আর সঙ্ঘের বিরোধিতা করেছেন। ফলে বাবুল কিংবা বিজেপির রাগ হওয়াটাই স্বাভাবিক!
