অনুরাগ কাশ্যপের পর এবার বাবুল সুপ্রিয়র ট্যুইট তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনকে। ডেরেক দীপিকার ‘ছপাক’ ছবির টিকিট দেন এক যুগলকে। সে কথা ট্যুইটে নিজেই জানান। সেই ট্যুইটের পাল্টা বাবুল ডেরেককে উদ্দেশ্য করে লেখেন, ‘ভাই আপনাকে ফোন করছি, পাচ্ছি না। আমি কলকাতায়, পরিবার নিয়ে। পরিবার চাইছে ছবিটি দেখতে। চারটে টিকিট হবে? টিকিটের টাকা দিয়ে দেব। তৃণমূল অবশ্য বাবুলকে হাফপ্যান্ট মন্ত্রী বলে কটাক্ষ করে বলে, দলের অবস্থা খারাপ। একের পর এক রাজ্যে হারছে। ওই রাজ্যে বিজেপির আসন এক অঙ্কে নেমে আসবে।
