Monday, August 25, 2025

CAB-র নতুন প্রেসিডেন্ট অভিষেক, সচিব পদে এগিয়ে স্নেহাশিস

Date:

Share post:

সব পরিকল্পনামাফিক চললে আর কয়েকদিনের মধ্যেই CAB নতুন প্রেসিডেন্ট পেতে চলেছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় প্রেসিডেন্ট হতে চলেছেন প্রয়াত জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক ডালমিয়া। তিনি এখন CAB-সচিব৷ সচিব পদে ইস্তফা দিয়ে প্রেসিডেন্ট পদে দাঁড়াতে চলেছেন অভিষেক৷ আগামী ২২ জানুয়ারির মধ্যেই স্পেশাল জেনারেল মিটিং করে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে চলেছেন CAB কর্তারা। ঠিক হয়েছে, প্রেসিডেন্ট পদে অভিষেক ডালমিয়া দাঁড়ালে আর কেউই ওই পদের জন্য লড়বেন না। ফলে কোনও নির্বাচন ছাড়াই নয়া প্রেসিডেন্ট হতে চলেছেন অভিষেক ডালমিয়া। BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও অভিষেককেই এই পদে চাইছেন৷ CAB সূত্রের খবর, আগামী ৫ ফেব্রুয়ারি সাধারণ বৈঠক হবে এবং সেখানেই CAB-র নতুন প্রেসিডেন্ট হিসাবে প্রয়াত জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক ডালমিয়ার অভিষেক হবে৷

একইসঙ্গে CAB-র সচিব পদে বসতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তবে সচিব পদে স্নেহাশিস দাঁড়ালে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে৷ দীর্ঘদিন ধরে CAB-র সঙ্গে যুক্ত উয়াড়ি ক্লাবের কর্তা প্রবীর চক্রবর্তী সচিব পদে দাঁড়াতে পারেন। তিনি প্রার্থী হলে ভোট হবে৷ তবে CAB-তে কোনও নির্বাচন চাইছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রবীর চক্রবর্তীকে তাই বোঝানোর পালা চলছে৷ সৌরভ-ঘনিষ্ঠ এক কর্তা প্রবীরবাবুকে বোঝানোর কাজ চালাচ্ছেন৷ প্রবীর চক্রবর্তী রাজি হলে নির্বাচন ছাড়াই CAB-র নয়া কমিটি হবে। সূত্রের খবর, শুক্রবার অথবা সোমবার বিশেষ সাধারণ সভা নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করতে চলেছেন CAB-র নির্বাচন অফিসার সুশান্ত রঞ্জন উপাধ্যায়। এবং তার পরেই CAB-র সচিব পদ থেকে ইস্তফা দেবেন অভিষেক ডালমিয়া৷

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...