Saturday, May 3, 2025

CAB-র নতুন প্রেসিডেন্ট অভিষেক, সচিব পদে এগিয়ে স্নেহাশিস

Date:

Share post:

সব পরিকল্পনামাফিক চললে আর কয়েকদিনের মধ্যেই CAB নতুন প্রেসিডেন্ট পেতে চলেছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় প্রেসিডেন্ট হতে চলেছেন প্রয়াত জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক ডালমিয়া। তিনি এখন CAB-সচিব৷ সচিব পদে ইস্তফা দিয়ে প্রেসিডেন্ট পদে দাঁড়াতে চলেছেন অভিষেক৷ আগামী ২২ জানুয়ারির মধ্যেই স্পেশাল জেনারেল মিটিং করে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে চলেছেন CAB কর্তারা। ঠিক হয়েছে, প্রেসিডেন্ট পদে অভিষেক ডালমিয়া দাঁড়ালে আর কেউই ওই পদের জন্য লড়বেন না। ফলে কোনও নির্বাচন ছাড়াই নয়া প্রেসিডেন্ট হতে চলেছেন অভিষেক ডালমিয়া। BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও অভিষেককেই এই পদে চাইছেন৷ CAB সূত্রের খবর, আগামী ৫ ফেব্রুয়ারি সাধারণ বৈঠক হবে এবং সেখানেই CAB-র নতুন প্রেসিডেন্ট হিসাবে প্রয়াত জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক ডালমিয়ার অভিষেক হবে৷

একইসঙ্গে CAB-র সচিব পদে বসতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তবে সচিব পদে স্নেহাশিস দাঁড়ালে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে৷ দীর্ঘদিন ধরে CAB-র সঙ্গে যুক্ত উয়াড়ি ক্লাবের কর্তা প্রবীর চক্রবর্তী সচিব পদে দাঁড়াতে পারেন। তিনি প্রার্থী হলে ভোট হবে৷ তবে CAB-তে কোনও নির্বাচন চাইছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রবীর চক্রবর্তীকে তাই বোঝানোর পালা চলছে৷ সৌরভ-ঘনিষ্ঠ এক কর্তা প্রবীরবাবুকে বোঝানোর কাজ চালাচ্ছেন৷ প্রবীর চক্রবর্তী রাজি হলে নির্বাচন ছাড়াই CAB-র নয়া কমিটি হবে। সূত্রের খবর, শুক্রবার অথবা সোমবার বিশেষ সাধারণ সভা নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করতে চলেছেন CAB-র নির্বাচন অফিসার সুশান্ত রঞ্জন উপাধ্যায়। এবং তার পরেই CAB-র সচিব পদ থেকে ইস্তফা দেবেন অভিষেক ডালমিয়া৷

spot_img
spot_img

Related articles

স্থানীয় মদতে পহেলগাম হামলা! মৌলানা আজহার-ইতিহাস স্মরণ করালেন ফারুক

জঙ্গিমুক্ত কাশ্মীরের যে প্রচার নরেন্দ্র মোদি ও তাঁর বিজেপি চালিয়েছে গোটা দেশজুড়ে, সেই বার্তা যে আদতে নিজেদের ব্যর্থতা...

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...