পেঁয়াজের দাম লাগাম ছাড়া। তাই দাম নিয়ন্ত্রণে বিদেশ থেকে ১৮ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে ভারত। মোট ৩৬ মেট্রিক টন পেঁয়াজ বিদেশ থেকে আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এতে দেশের পেঁয়াজের সংকট কমবে বলে দাবি কেন্দ্রের। কিন্তু রাজ্য সরকারগুলি এর মধ্যে মাত্র ৩হাজার মেট্রিক টন পেঁয়াজ নিয়েছে। বাকি পেঁয়াজ বাংলাদেশে রফতানি করতে চাইছে কেন্দ্র।

কয়েক সপ্তাহ আগেও পেঁয়াজের দাম বাড়তে বাড়তে ২০০ টাকা কেজিতে পৌঁছেছিল। শেষপর্যন্ত চিন এবং তুরষ্ক থেকে ৩৬ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে সরকার। মহারাষ্ট্র, কর্নাটক, হরিয়ানা, ওড়িশা, অসম যে পরিমান পেঁয়াজ চেয়েছিল, তা লাগবে না বলে জানিয়েছে।


পেঁয়াজ সঙ্কট তৈরি হওয়ার পর বিদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছিল ভারত। এতে সঙ্কটে পড়েছিল বাংলাদেশ।এবার সেই বাংলাদেশকে আমদানি করা পেঁয়াজের অংশ দিতে চাইল কেন্দ্র। এই নিয়ে বাংলাদেশের হাইকমিশনার রাকিবুল হককে প্রস্তাবও দিয়েছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক।
