Saturday, November 15, 2025

বঙ্গ-বিজেপির নতুন কমিটি ঘোষনা হতে পারে সোমবার, একাধিক জল্পনা

Date:

Share post:

বঙ্গ-বিজেপির সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন দিলীপ ঘোষ। এবার রাজ্য কমিটি গঠনের পালা৷ একাধিক প্রশ্ন এবং কৌতূহল এই কমিটি ঘিরে৷ সামনেই কলকাতা, হাওড়া-সহ শতাধিক পুরসভার নির্বাচন৷ একুশে বিধানসভা নির্বাচন৷ সূত্রের খবর, সোমবার বঙ্গ-বিজেপির নতুন কমিটি ঘোষনা হতে চলেছে৷ নতুন যে কমিটি ঘোষনা হবে, সেই কমিটিকেই পর পর এতগুলি নির্বাচন সামলাতে হবে৷ সুতরাং অনেক ভাবনাচিন্তা করেই টিম সাজাচ্ছেন দিলীপ ঘোষ৷

এবারের কমিটি ঘিরে সব থেকে বড় কৌতূহল, এবার কি রাজ্য বিজেপির কোনও পদে দেখা যাবে মুকুল রায়কে? এই প্রশ্নের উত্তর মিলতে পারে সোমবার। সেই 2017 সালে মুকুল রায় বিজেপিতে যোগ দেন৷ রাজ্যসভার সদস্যপদ থেকে সর্বভারতীয় সাধারন সম্পাদক, দফায় দফায় বহু জল্পনা হয়েছে তাঁকে ঘিরে৷ কোনওটাই খাটেনি৷ ফলে তিনি দলের মধ্যে অনেকটাই পিছিয়ে পড়েছেন৷ এবার জল্পনা চলছে রাজ্য কমিটিতে তিনি মর্যাদাপূর্ণ পদ পান কি’না, তা নিয়েই৷

সূত্রের খবর, সোমবার বিজেপির রাজ্য কমিটিতে বড়সড় রদবদল ঘটতে চলেছে। তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া কোন কোন নেতা-বিধায়ক রাজ্য কমিটিতে জায়গা পান, রাজনৈতিক মহলের নজর সেদিকেও৷ বিজেপি অন্দরের খবর, এবারের রাজ্য কমিটিতে একাধিক প্রাক্তন তৃণমূল নেতা জায়গা পেতে পারেন।
বেশ কিছু নতুন মুখকেও দেখা যেতে পারে৷
বেশ কিছু দক্ষ সংগঠক ও পরিচিত মুখও নাকি এবার বিজেপির পদ পেতে চলেছেন। নতুন মুখ আসছে সহ সভাপতি, সম্পাদক পদেও। দলের শাখা-সংগঠনেও রদবদল হচ্ছে৷ যুব এবং মহিলা মোর্চার শীর্ষপদে নতুন মুখ আসছে৷ নতুন মুখ হিসাবে সংখ্যালঘু মহিলা নেত্রী মাহফুজা খাতুন বিশেষ দায়িত্ব পেতে চলেছেন৷ মাহফুজা
জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিলেন৷ বামফ্রন্টের দুবারের বিধায়কও ছিলেন তিনি। তবে সবার নজর মূলত মুকুল রায়ের দিকেই৷

spot_img

Related articles

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...