লাগাতার গাড়ি চালাতে চালাতে ভোররাতের দিকে ঘুমে চোখ জুড়ে গিয়েছিল চালকের। আর তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনাটি ঘটেছে আজ সোমবার পাঁশকুড়া থানার মেচগ্রামের কাছে ৬ নম্বর জাতীয় সড়কে। এই ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, বাসের চালক ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনা। জানা গিয়েছে, রাঁচি থেকে আজ ভোর ৪টা নাগাদ ওই বাসটি কলকাতার দিকে আসছিল। বাসে প্রায় ৭০-৮০ জন যাত্রী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। পুলিশের অনুমান, সে সময়ে ঘুম এসে যায় চালকের। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে মেচগ্রামের কাছে বাসটি উল্টে যায়। স্থানীয়রা, জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার করে।
