মাঘের শুরুতেই শীতের বিদায়? কী বলছে হাওয়া অফিস

পৌষে কাঁপিয়ে মাঘের শুরু থেকেই বেজে গিয়েছে শীতের বিদায় ঘণ্টা। মাঘের শীত বাঘের গায়ে তো দূর, লাগছে না রাজ্যবাসীরই। উলটে দিনের বেলায় শীতবস্ত্র ত্যাগ করেছেন বেশিরভাগ দক্ষিণবঙ্গবাসী। সকালে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রার পারদ। এমনকী, তা ছাড়াচ্ছে স্বাভাবিকের মাত্রাও। রোদে বেশিক্ষণ থাকলে, রীতিমতো তাপ অনুভূত হচ্ছে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। কলকাতা সহ দক্ষিণবঙ্গেই পারদ উর্ধমুখী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। উত্তরবঙ্গে আগামী ৪৮ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পশ্চিমীঝঞ্ঝার প্রভাবেই এই পরিবর্তন। ঝঞ্ঝা কেটে গেলে ফের কমতে পারে তাপমাত্রা, জানাচ্ছে আবহাওয়া দফতর।

 

Previous articleমুকুলের ‘বড় পদ’ পাওয়া কি এবারেও অধরাই থেকে যাচ্ছে!
Next articleবাস চালাতে চালাতে ঘুমিয়ে পড়লেন চালক, তারপর যা ঘটলো