গান্ধীজীর চশমার ফ্রেম আর সুপ্রিম কোর্টের রায় নিয়ে প্রশ্ন তুললেন সিপিএমের সেলিম

CCA নিয়ে আজ, বুধবার ভারতের সর্বোচ্চ আদালতে দেশের বিভিন্ন জায়গা থেকে ১৪৪টি আবেদন জমা পড়েছিল। তারই শুনানিতে এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে কেন্দ্রকে তাদের বক্তব্য জানাতে হবে। ঠিক এর পরই এক সাংবাদিক বৈঠক করেন সিপিএম নেতা তথা পলিটব্যুরো সদস্য মহাম্মদ সেলিম।

তিনি বলেন, “যখন দেশে হাজার হাজার মানুষ রাস্তায় নামছে, প্রতিবাদ করছে, রাত জাগছে তখন মহামান্য সুপ্রিম কোর্টের কিছু বলা উচিত ছিল।”

এখানেই শেষ নয়, জাতির জনক মহাত্মা গান্ধীর নাম তুলে তিনি বলেন, “গান্ধীজীর চশমার ফ্রেম নিয়ে স্বচ্ছতা অভিযানের নেমে চিক বিজেপি। যারা একসময় গান্ধীজিকে হত্যা করেছিল, তারা আজ দেশের সংবিধানকে হত্যা করতে চাইছে। এর জন্য আমরা মানুষকে ঐক্যবদ্ধ থাকতে বলবো।”

Previous articleপ্রার্থী না করে বার্তা শোভনকে, তৃণমূলে ফিরতে হলে মানতে হবে রত্নাকে
Next articleপ্রাণদণ্ডে দণ্ডিতদের ফাঁসি নিশ্চিত করতে এবার সুপ্রিম কোর্টে কেন্দ্র