Tuesday, November 18, 2025

মেডিকেল কলেজের চিকিৎসকদের অসাধ্যসাধন, নবজন্ম পেল সৌরভ!

Date:

Share post:

কারখানায় কাজ করার সময় একটি ভারী মেশিনের তলায় বাঁ হাতটা পিষে হয়ে গিয়েছিল বিহারের খাগারিয়া জেলার এক অখ্যাত গ্রামের বাসিন্দা সৌরভ কুমার সিং-এর। বাঁ হাতের তালু ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল।গত বছরের ২৬ অক্টোবর ঘটেছিল এই বিপত্তি।হুগলির ডানকুনিতে একটি পাইপ কারখানায় কাজ করার সময়ই এই দুর্ঘটনা ঘটে। তাকে নিয়ে যাওয়া হয়েছিল উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে, সেখান থেকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে। কোথাওই তার বাঁ হাতের পাঞ্জা ঠিক করে দেওয়া প্রায় অসম্ভব বলে জানিয়ে দেওয়া হয়েছিল।শেষপর্যন্ত ধারদেনা করে বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল সৌরভ কুমারকে। কিন্তু বাঁ হাতের অবস্থা ক্রমেই সঙ্গীন হয়ে যায়। দুটি আঙুল ছাড়া বাঁ হাতের পাঞ্জা পুরোপুরি অকেজো হয়ে পড়ে।বাঁ হাতটা নাড়ানো একপ্রকার অসম্ভব হয়ে পড়ে সৌরভের পক্ষে। বাবা,মা-কেও গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিল সে।কিন্তু এই পরিস্থিতিতে তার দিন গুজরান সম্ভব ছিলনা।
ধীরে ধীরে পচন ধরে যায় গোটা বাঁ হাতে।
গত ১৪ জানুয়ারি, মঙ্গলবার কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয় সৌরভকে। প্লাস্টিক সার্জারি বিভাগের মেডিকেল কলেজের চিকিৎসকদের অসাধ্যসাধন, নবজন্ম পেল সৌরভ!রা চ্যালেঞ্জ নিয়ে অস্ত্রোপচার করে সৌরভকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন। দু-দুটো অস্ত্রোপচার করা হয়। বাঁ পায়ের পাতা থেকে চামড়া তুলে এনে সৌরভের বাঁ হাতে প্রতিস্থাপন করা হয়। কুড়ি ঘণ্টা ধরে চলে এই অস্ত্রোপচার। অবশেষে সাফল্য মেলে। সাতদিন পরে সৌরভের বাঁ হাতের ড্রেসিং খুলে চিকিৎসকরা দেখেন প্রায় আগের অবস্থায় ফিরে এসেছে সৌরভের বাঁ-হাত।
প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসক ডা. শান্তনু সুবা জানান, অত্যন্ত চ্যালেঞ্জিং অপারেশন ছিল এটা। হতদরিদ্র পরিবারের এই যুবককে সুস্থ করে তোলাটা সত্যিই একপ্রকার দুঃসাধ্য ছিল, তবুও ৬ জনের বিশেষ টিম এই অস্ত্রোপচার করে। সৌরভ এখন সম্পূর্ণ সুস্থ। আগামী কিছুদিন তাকে ফিজিওথেরাপি করতে হবে। এরপর সে আবার আগের মতোই কাজ করতে পারবে।

spot_img

Related articles

অন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে নিহত মাওবাদী কমান্ডার মাদভি হিডমা

একটা সময়ে যে মাওবাদী কমান্ডার বস্তারে ভারতীয় বাহিনীর রাতের ঘুম কেড়েছিলেন তিনি মাদভি হিডমা(Madvi Hidma)। অবশেষে অন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে...

মঙ্গলবার থেকে শুরু একাদশ-দ্বাদশের নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া

মঙ্গলবার থেকে শুরু হল এসএসসি(SSC) একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। ইতিমধ্যেই কুড়ি হাজার নামের তালিকা প্রকাশ...

“সীমাহীন সুরেলা সফর চিরস্মরণীয়”, জন্মদিনে জুবিনকে স্মরণ মমতার

দু’মাস আগেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন বহুমুখী প্রতিভার শিল্পী জুবিন গর্গ। বর্তমান থেকে অতীতের ভিড়ে মিশে গিয়েছেন বলিউডের...

স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তর জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

১৯১০ সালে ১৮ নভেম্বর বর্ধমানে জন্ম ব্রিটিশবিরোধী বিপ্লবী ও ভারতীয় মুক্তিযোদ্ধা ভগৎ সিং সহকারী বটুকেশ্বর দত্তর। আজ বটুকেশ্বর...