প্যাঁচে পড়ে বিধান পরিষদ ভেঙে দিতে চান জগন

বিল পাশ নিয়ে বিড়ম্বনায় পড়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন রেড্ডি বিধানপরিষদ ভেঙে দেওয়ার ইঙ্গিত দিলেন। রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে ইতিমধ্যেই তিনি রাজ্যের তিনটি রাজধানী করার প্রস্তাব এনেছিলেন। কিন্তু তা আটকে যায় রাজ্যের উচ্চকক্ষে। আর তারপরই বিধান পরিষদের চেয়ারম্যান হিসেবে নিজের ক্ষমতা প্রয়োগ করতে হয় এবং বিল দুটিকে সিলেক্ট কমিটিতে পাঠান। ভবিষ্যতে যাতে এই পরিস্থিতির মধ্যে না পড়তে হয় তাই তিনি বিধান পরিষদ ভেঙে দেওয়ার পক্ষে সওয়াল করেন বৃহস্পতিবার রাতে।

Previous articleমেডিকেল কলেজের চিকিৎসকদের অসাধ্যসাধন, নবজন্ম পেল সৌরভ!
Next articleকোনও রাজা বা রানি আসছে, ঘোষণা বোল্টের