Sunday, August 24, 2025

এই প্রথম কেরলের সমস্ত মসজিদে উত্তোলন করা হল জাতীয় পতাকা

Date:

Share post:

দেশের ইতিহাসে এই প্রথম কেরলের সমস্ত মসজিদে উত্তোলন করা হল তেরঙ্গা পতাকা। জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি রাজ্যের প্রতিটি মসজিদে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাও পাঠ করা হয়েছে।৭১তম সাধারণতন্ত্র দিবসে দেশের ঐক্য ও সৌভ্রাতৃত্বকে সুদৃঢ় করা পাখির চোখ করে এই অভিনব এই উদ্যোগ নেওয়া হয়েছে কেরলে।
CAA ও NRC নিয়ে বিক্ষোভ অব্যাহত।দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদের নামে রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন বিক্ষোভকারীরা। বিভিন্ন রাজ্যের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ৩০ জনের। এই পরিস্থিতিতে রাজ্যের প্রতিটি মসজিদে জাতীয় পতাকা উত্তোলন ও ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করার নির্দেশ দিয়েছে কেরল স্টেট ওয়াকফ বোর্ড।
জানা গিয়েছে, ২৫ জানুয়ারির মধ্যে কেরলের প্রতিটি মসজিদ কমিটির কাছে এই বিষয়ে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছিল। সেকানে স্পষ্ট উল্লেখ করা ছিল যে রবিবার সকাল সাড়ে আটটার সময় রাজ্যের প্রতিটি মসজিদে জাতীয় পতাকা উত্তোলন করে তারপর সংবিধানের প্রস্তাবনা পাঠ করতে হবে। এর জন্য বিজ্ঞপ্তির সঙ্গে সংবিধানের প্রস্তাবনার একটি প্রতিলিপিও দেওয়া হয়েছিল।সিপিএমের রাজ্য কমিটির সদস্য ও ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান টিকে হামসা বলেন, ‘বর্তমানে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের দেশ। এটা দেখেও আমরা দীর্ঘদিন ধরে চুপ থাকতে পারি না। এখনকার পরিস্থিতি দেখে মুসলিমরা আতঙ্কিত হয়ে পড়েছেন। যা আগে কোনওদিন হয়নি। তাই আমরা দেশের ঐক্যকে আরও দৃঢ় করতে ও আতঙ্কিত মুসলিমদের মধ্যে বিশ্বাস ফেরাতে এই উদ্যোগ নিয়েছি।’
এরই পাশাপাশি, সাধারণতন্ত্র দিবসে দেশের অখণ্ডতা রক্ষার শপথ নেওয়ার কর্মসূচি নেওয়া হয়। রাজ্যজুড়ে মানববন্ধন করে শাসকজোট LDF। ৭০ লক্ষ মানুষ রাজ্যের ১৪টি জেলাজুড়ে মানববন্ধন করে এক নতুন ইতিহাস তৈরি করেন। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন থেকে শুরু করে রাজ্যের সমস্ত স্তরের মানুষ এতে অংশ নেন।

spot_img

Related articles

ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

একের পর এক যেভাবে বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে 'ধূমকেতু', তাতে একটা সাস্কেস পার্টি তো...

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...