Thursday, August 28, 2025

বিক্ষোভ থামিয়ে সমাবর্তন শুরু করলেন সোনালিই

Date:

Share post:

যাদবপুরের পরের পুনরাবৃত্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের। মঙ্গলবার, সমাবর্তনে গিয়ে বিক্ষোভের মুখে ফিরতে হল রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়কে। উপাচার্যের পৌরহিত্যেই শুরু হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। একমাসেও আগে ২৪ ডিসেম্বর, সে দিনটাও ছিল মঙ্গলবার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন আচার্য। গাড়ির মধ্যে প্রায় দেড়ঘণ্টা বসে থেকে ফিরে যেতে হয় তাঁকে। একমাস চারদিন পরে আবার এক মঙ্গলবারে একই ঘটনা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। সেখানে গিয়েও আচার্যকে শুনতে হল ‘গো ব্যাক’ স্লোগান। কিন্তু কিছু পার্থক্য রয়েছে। এখানে গাড়ি থেকে নেমে প্রেক্ষাগৃহ যান রাজ্যপাল। মঞ্চের সামনে গিয়ে বিক্ষোভ দেখান ছাত্ররা। মঞ্চে যেতে পারেননি ধনকড়। কিন্তু সেদিন যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস ছিলেন অন্তরালে। বিক্ষোভ থামানোর কোনও উদ্যোগ তাঁকে নিতে দেখেননি কেউই। রাজ্যপাল চলে যেতে তিনি অনুষ্ঠান শুরু করেন। যাদবপুরেও উপাচার্যের পৌরহিত্যে সমাবর্তন হয়। কিন্তু কলকাতায় উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় নিজেই মাউথপিস নিয়ে বিক্ষোভ থামানোর উদ্যোগ নেন। ছাত্রদের বারবার আশ্বাস দেন তিনিই ডিলিট দেবেন সবাইকে। শুধু তাই নয়, উপাচার্য জানান, তিনিই নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট উপাধি দেবেন। এই কথাতেই কাজ হয়। থেমে যায় বিক্ষোভ। যে অনুষ্ঠান মঞ্চের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান ছাত্ররা সেই জায়গাটিও ছেড়ে দেওয়া হয়। আপাত শান্ত পরিস্থিতিতে শুরু হয় অনুষ্ঠান।

ফের উত্তেজনা ছড়ায়। আবার মাইক হাতে নেন সোনালি। ছাত্রদের আশ্বস্ত করেন, তিনিই অনুষ্ঠানের পৌরহিত্য করবেন। ফের বিক্ষোভ থামে। যাদবপুরের মতো কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও রাজ্যপাল থাকতে পারলেন না। কিন্তু সামনে থেকে সক্রিয়ভাবে ছাত্রদের শান্ত করে সমাবর্তন পরিচালনা করে অভিভাবকের ভূমিকা পালন করলেন উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...