Wednesday, November 12, 2025

“উনি জন্তু-জানোয়ারের থেকেও অধম, মানুষ নামের অযোগ্য!” দিলীপের কড়া সমালোচনায় পার্থ

Date:

Share post:

ফের রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সরস্বতী পুজোর দিন এক সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “দিলীপ ঘোষ একজন অসভ্য-অর্বাচীন-বর্বর। জন্তু-জানোয়ারের থেকে ভালো। তাদের মধ্যেও অন্তত মায়া-মমতা আছে। কিন্তু দিলীপ ঘোষের মধ্যে তা নেই। উনি মানুষ নামের অযোগ্য।” দিল্লির শাহিনবাগ নিয়ে বিজেপি রাজ্য সভাপতির বিতর্কিত মন্তব্য-এর জন্য এমন প্রতিক্রিয়া দিলেন তৃণমূল মহাসচিব।

গতকাল, মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষের। তিনি বলেছিলেন, নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি–এনপিআর–এর বিরুদ্ধে শাহিনবাগে ধর্নায় বসা বিক্ষোভকারীদের প্রতি ঘৃণা প্রদর্শন করে তাঁদের মৃত্যু পর্যন্ত কামনা করেছিলেন বলে অভিযোগ!‌ শাহিনবাগ নিয়ে দিলীপ ঘোষের গলায় প্রশ্ন ছিল, ‘‌মহিলা, শিশুরা ৪–‌৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিনে–রাতে ওখানে বসে আছে। কেউ মরেও না। কেন মরছে না?‌ ওরা কী অমৃত খাচ্ছে?‌’ এদিন পার্থবাবু বলেন, “নোট বন্দির সময় ১০০জন মানুষ মারা গিয়েছিল। সেটা কি দীলিপবাবু জানতেন না? এরা নাকি আবার দেশ চালাবে। ওনার হাফ-প্যান্ট পরে লেফট-রাইট করা উচিত।”

প্রতিবাদের ভাষা হিসাবে গান্ধী মূর্তির পাদদেশে ছবি আঁকাকে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই প্রতিবাদকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছিলেন, “মানুষ যখন হতাশ হয়ে পড়ে তখন ছবি আঁকে, গান করে, গিটার বাজায়।’‌ এদিন তারও উত্তর দিয়েছেন শিক্ষামন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আসলে হতাশ তারাই, যারা গান গাইতে পারে না। যারা গিটার বাজাতে পারে না। ছবি আঁকতে পারে না। অন্যদের এই গুণগুলো দেখলে তাদের নিজেদের মধ্যে হতাশা তৈরি হয়। আর সেই হতাশা থেকেই দিলীপ ঘোষ ভুলভাল বকছেন।”

spot_img

Related articles

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...

তুরস্কের সামরিক বিমান দুর্ঘটনা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ফুটেজ!

আজারবাইজান থেকে তুরস্ক ফেরার পথে জর্জিয়ার ভেঙে পড়ল তুরস্কের সামরিক বিমান C-130 (Turkish military cargo plane crashes)। হতাহতের...