বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ যখন সংশোধিত নাগরিকত্ব আইনের স্বপক্ষে মুখ খুলছেন তখন বেনজির ভাবে এর বিরুদ্ধে সরব হয় বিরোধীরা।তাঁরা CAA বিরোধী স্লোগান দিতে থাকেন। সাদা কাগজে লাল রং দিয়ে ‘No NRC, No NPR, No CAA’ লেখা পোস্টার প্রদর্শন করতে থাকেন তৃণমূল সাংসদরা। আর রাষ্ট্রপতির বক্তব্যের তারিফ করে তার সমর্থনে চিৎকার করতে শোনা যায় সংসদে উপস্থিত বিজেপি ও এনডিএ সাংসদদের।



