শনিবার সকালে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ফিরলেন চিনে আটকে পড়া ভারতীয়রা। ফিরলেন ৩২৪জন নাগরিক। এদের মধ্যে ৫জনের জ্বর রয়েছে। চিনের উহান থেকে তাঁদের দিল্লিতে নিয়ে আসা হয়। ফিরিয়ে আনার পর তাঁদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে। চিনে এই মুহূর্তে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২৫৯, আক্রান্ত ১১, ৭৯১। বেশিরভাগ মৃত্যুই হয়েছে চিনের হুবাই প্রদেশে। যে গতিতে করোনার গ্রাস শুরু হয়েছে, তাতে ২০০৩-এর সার্স হামলার চেয়েও মারাত্মক হতে চলেছে। যে বিমানে ভারতীয়রা ফেরেন সেই বিমানে ২০জন বিমানকর্মী ছাড়াও ছিলেন রামমোনহর লোহিয়া হাসপাতালের ৫চিকিৎসক। এয়ারপোর্টে ছিল হেল্ফ অথরিটি। ফিরে আসা নাগরিকদের দু’দফায় পরীক্ষা করে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

আরও পড়ুন-বাংলাদেশে ফাঁসির সাজাপ্রাপ্ত কুখ্যাত জঙ্গি সালেহান এখন এ রাজ্যেই
