মাছের ভেড়িতে এক যুবতীর মুণ্ডহীন দেহ। চাঞ্চল্য শাসনের ৬ নম্বর ভেড়ি এলাকায়। শনিবার, সকালে ভেড়ির জলে দেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। শারীরিক নিগ্রহ করে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। পরিচয় লোপাট করতেই মাথা কেটে নেওয়া হয়েছে বলে অনুমান। শাসন থানার পুলিশ দেহ উদ্ধার করলেও, মাথা এখনও পাওয়া যায়নি। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন-নির্ভয়ার আততায়ীদের ফাঁসি স্থগিত, ক্ষোভ দেশজুড়ে

