সরকারের যে সাফল্যের দাবি নির্মলার

বিজেপি সরকারের যে সাফল্যের দাবি করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন…

১. এই সরকারের গর্ব, এই ক’বছরে ২৭কোটি ১০লক্ষ মানুষকে দারিদ্র্যসীমার উপরে তুলে আনতে সক্ষম হয়েছে।

২. কেন্দ্র সরকারের ঋণের পরিমাণ কমেছে। অর্থমন্ত্রীর হিসাব, ক্ষমতায় আসার সময় ঋণ ছিল ৫২.২%। আর ২০১৯ সালের মার্চের মধ্যে তা কমে হয়েছে ৪৮.৭%।

৩. অর্থমন্ত্রীর দাবি, সরকার এই ক’বছরে ইনস্পেকটররাজ বন্ধ হয়ে ৬০লক্ষ নতুন করদাতা অন্তর্ভুক্ত হয়েছেন।

৪. আর্থিক বৃদ্ধির হার বা জিডিপি ধরা হয় ৬-৬.৫%। যদিও সরকার তা কমিয়ে ৬.১% ধরেছে। অর্থমন্ত্রীর দাবি, ৫০-এর দশকে ৪%-এর সামান্য কিছু বেশি ছিল। ২০১৪-১৯-এ তা গিয়ে দাঁড়িয়েছে ৭.৪%।

Previous articleমাছের ভেড়িতে মহিলার নগ্ন ধড়, কে তিনি?
Next articleবাজেট নিয়ে কী বললেন রাহুল গান্ধী?