Friday, January 16, 2026

একপেশে ম্যাচে পাক বধ করে ফাইনালে ভারত

Date:

Share post:

একেবারে হিসেব কষে দলকে ফাইনালে নিয়ে গেলেন যশস্বী জয়সওয়াল ও দিব্যাংশ সাক্সেনা। লক্ষ্যমাত্রা ছিল ১৭৩। সেখানে তাড়াহুড়ো করার দুরন্ত শতরান করলেন যশস্বী। ১১৩ বলে অপরাজিত থাকলেন ১০৫ রানে। ইনিংসে রয়েছে আটটি চার ও পাঁচটি ছয়। ছয় মেরে শতরান পূর্ণ করার পাশাপাশি উইনিং স্ট্রোকও এল যশস্বীর ব্যাট থেকেই।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সেমিফাইনালে সামনে ছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। পাক শিবির থেকে বলা হয়েছিল, আর পাঁচটা ম্যাচের মতোই দেখছি ভারত ম্যাচ। বরং একপেশে ম্যাচ হল পোচেস্ট্রমে!‌
টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল জুনিয়র পাক দল। কিন্তু ভারতের তরুণ বোলারদের সামনে কখনোই সুবিধা করতে পারেনি ফাহাদ মুনির, কাসিম আক্রামরা। লড়েছেন একমাত্র হায়দার আলি (‌৫৬)‌ ও অধিনায়ক রোহেল নাজির (‌৬২)‌। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকায় কখনোই দানা বাঁধেনি পাক ইনিংস। চেষ্টা করেছিলেন হায়দার আলি ও রোহেল নাজির। কিন্তু যশস্বীর বলে হায়দার ফিরতেই চাপে পড়ে যায় পাক। অন্যদিকে রোহেলকে ফেরান সুশান্ত মিশ্র। মহম্মদ হ্যারিসের (‌২১)‌ চেষ্টাও ছিল সাময়িক। ভারতীয় বোলারদের দাপটে পাকিস্তান শেষ ছয় উইকেট হারায় মাত্র ২৭ রানে। ৪৩.‌১ ওভারে ১৭২ রানে শেষ হয়ে যায় পাক ইনিংস। ভারতীয়দের মধ্যে সেরা সুশান্ত মিশ্র। তাঁর বোলিং গড় ৮.‌১–০–২৮–৩।
জবাবে ১০ উইকেটে পাক বধ করে ভারত চলে গেল ফাইনালে। যশস্বীর সঙ্গে দিব্যাংশ সাক্সেনার খেললেন ৯৯ বলে ৫৯ রানের ইনিংস। ছয়টি চার মারলেন সাক্সেনা। খেলা শেষ হয়ে গেল ৩৫.‌২ ওভারেই। ভারত তুলল বিনা উইকেটে ১৭৬। কোনও পাক বোলারকেই রেয়াত করেননি ভারতের দুই ওপেনার।

spot_img

Related articles

সামান্য তুলোতেই উঠে গেল ভোটের কালি! মহারাষ্ট্র পুরনিগম নির্বাচনে তবু পুণর্নির্বাচন নয়

নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ। ফল ঘোষণার প্রস্তুতি মহারাষ্ট্র রাজ্য নির্বাচন কমিশনের। অথচ এরপরেও মিলল না ভোটের কালি (indelible...

WPL-র মধ্যেই বড় চমক, সঞ্জীব গোয়েঙ্কার দলে স্মৃতি

বিবাহ অধ্যায় ভুলে ২২ গজে পুরানো ছন্দে স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। ভারতীয় দলে খেলার পর বর্তমানে WPL খেলছেন...

২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন: নিপা ভাইরাস প্রতিরোধ-চিকিৎসায় গাইডলাইন প্রকাশ স্বাস্থ্য দফতরের

নিপা ভাইরাস (Nipah Virus) সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসার জন্য বিস্তারিত গাইডলাইন প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দফতর (Health Department)।...

তপসিয়ার সোফা কারখানায় বিধ্বংসী আগুন, এলাকায় আতঙ্ক

পর পর তিনদিন। বুধ, বৃহস্পতির পরে শুক্রবারও কলকাতায় (Kolkata) বিধ্বংসী অগ্নিকাণ্ড। ভরদুপুরে তপসিয়ার (Topsia) একটি সোফা তৈরির কারখানায়...