বাজেটের খসড়া নিয়ে প্রশ্ন, মুখ্যসচিবকে ডেকে কী বললেন রাজ্যপাল?

রবিবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী। মঙ্গলবার রাতে মুখ্যসচিব রাজীব সিনহা। বাজেটের আগে রাজ্যপালের ‘বেচাল’ আটকাতে মরিয়া রাজ্যের দৌরাত্ম্য চলছে। এদিন রাতে প্রায় ২ঘন্টা রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। জানা গিয়েছে বাজেট ভাষণের খসড়ার বেশ কিছু জায়গা নিয়ে আপত্তি রয়েছে রাজ্যপাল জগদীপ ধনকড়ের। তিনি মৌখিকভাবে বিষয়টি জানান। আগামিকাল লিখিতভাবে জানাবেন রাজ্য সরকারকে। এখন দেখার বিষয় রাজ্য সঙ্ঘাতের আবহ ছেড়ে নরম হয় কিনা। না হলে বাজেট ভাষণে রাজ্যপাল যে কোনও ‘অঘটন’ ঘটাতে পারেন, তা জানে রাজ্য সরকার। তাই সম্পর্ক নরম করতে রাজ্যপালের শান্তিনিকেতন সফরে হেলিকপ্টারও দিয়েছে। দেখার বিষয় বরফ গলে কিনা।

Previous articleপ্রচার ঘিরে জল্পনা, কাশ্মীর দখলের ছক কষছে পাকিস্তান!
Next articleচালু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো! একনজরে নতুন মেট্রো রুট