দোকানে জাল নোট চালাতে গায়ে হাতেনাতে পাকড়াও

লেক টাউনের একটি দোকানে জাল নোট চালানোর চেষ্টা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দু’জন। ওই দুই অভিযুক্তের নাম শুভজিৎ ভাস্কর ও মনিষা রায়চৌধুরী। তাঁদের দু’জনকেই গ্রেফতার করেছে লেক টাউন থানার পুলিশ।

এদের কাছ থেকে ১৪টি দু’হাজার টাকার অর্থাৎ ২৮ হাজার টাকার জাল নোট মিলেছে। সূত্রের খবর, ধৃতদের জেরা করে ওই জাল নোটের উৎস জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত সেটাও জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন-বিকাশ ভবনে বিশেষ বান্ধবী বৈশাখীকে ছেড়ে গেলেন শোভন