Saturday, January 17, 2026

কলকাতায় সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, ৪ যুবক গ্রেফতার

Date:

Share post:

ট্যাংরায় এক গৃহবধূকে হাত ধরে টেনে অ্যাম্বুল্যান্সে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনার পরই পর্ণশ্রী থানা এলাকায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ৷

সপ্তম শ্রেণির এক ছাত্রীকে জোর করে মদ খাইয়ে ধর্ষণ করেছে চার যুবক! এমন অভিযোগই এনেছে পর্ণশ্রী থানা এলাকার ১২ বছরের এক ছাত্রী। অভিযোগ পাওয়ার তিন ঘণ্টার মধ্যেই অভিযুক্ত যুবকদের গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি বৃহস্পতিবার রাতের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ওই কিশোরী-ছাত্রী নিজেই হাজির হয় পর্ণশ্রী থানায়। অভিযোগ জানায়, তাকে মদ খাইয়ে ধর্ষণ করেছে ৪ যুবক। ওই কিশোরীর বাবা
এক বেসরকারি সংস্থার কর্মী৷ তিনি বৃহস্পতিবার রাতেই থানায় জানান, তাঁর মেয়ে সন্ধ্যাবেলায় এক বন্ধুর সঙ্গে দেখা যাচ্ছে বলে বেরিয়েছিলো। তারপর আর বাড়ি ফেরেনি। নির্যাতিতা ওই কিশোরী পুলিশকে জানায়, এক বন্ধুর সঙ্গে দেখা করতে সে যায় মোমিনপুরে৷ বন্ধুটি তাকে ভূকৈলাস রোডের এক বাড়িতে নিয়ে যায়। সেখানে ছিলো আরও ৩ যুবক। ছাত্রীর অভিযোগ, ওই বাড়িতেই ৪ যুবক তাকে জোর করে মদ খাইয়ে বেহুঁশ করে দেয়। পরদিন সকালে জ্ঞান ফিরলে সে বুঝতে পারে, তাকে ধর্ষণ করা হয়েছে। কিশোরীর এই অভিযোগ পেয়েই পর্ণশ্রী থানার পুলিশ তদন্ত শুরু করে। বিকেলের মধ্যেই পর্ণশ্রী, একবালপুর এবং দক্ষিণ বন্দর থানার পুলিশকে নিয়ে তৈরি যৌথ তদন্তকারী দল ৪ অভিযুক্তকেই গ্রেফতার করে। একবালপুরে পকসো বা প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেসেন্স আইনে গনধর্ষণের মামলা রুজু করা হয়েছে অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার অভিযুক্তের মধ্যে অমরজিৎ চৌপাল এবং মনোজ শর্মা পর্ণশ্রী এলাকার বাসিন্দা। বাকি দু’জন, বিকাশ মল্লিক এবং ঋত্ত্বিক রামের বাড়ি একবালপুরে। ধৃতদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। শনিবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হবে।

spot_img

Related articles

বিচার পেতে উত্তর থেকে কলকাতা আর নয়: শনিতে মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন সার্কিট বেঞ্চের

ভারতীয় রেলের পরিষেবা যে আর সাধারণ মানুষের নাগালের মধ্যে বিজেপি জমানায় থাকবে না, তার অন্যতম উদাহরণ বন্দে ভারত...

অ্যাকাডেমির মক্কা দর্শন থেকে টলিউড পরিচালকরা: অকপট ‘নাটককার’ ব্রাত্য

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার আলোড়ন ফেলা গুরুত্বপূর্ণ কিছু নাটক তাঁর হাত থেকেই উঠে এসেছে। রাজ্যের মন্ত্রিত্ব সামলানোর পাশাপাশি...

রাজ্যের সিলিকন ভ্যালিতে জমি গ্রহণ ৪১ সংস্থার: ASSOCHAM-এ দাবি সচিব শুভাঞ্জনের

শিল্পের উপযুক্ত পরিকাঠামো তৈরি করে বাংলাকে শিল্পদ্যোগীদের গন্তব্যে পরিণত করার দিকে প্রতিদিন নতুন নতুন ধাপ ফেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

মোদির সফরের আগেই মালদহে SIR-মৃত্যু: শুনানি আতঙ্কে মৃত আরও ২

চলতি এসআইআর প্রক্রিয়া রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে অনেক বেশি আদিবাসী বা মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অনিশ্চয়তার মুখে ঠেলে...