Thursday, August 28, 2025

কলকাতায় সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, ৪ যুবক গ্রেফতার

Date:

Share post:

ট্যাংরায় এক গৃহবধূকে হাত ধরে টেনে অ্যাম্বুল্যান্সে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনার পরই পর্ণশ্রী থানা এলাকায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ৷

সপ্তম শ্রেণির এক ছাত্রীকে জোর করে মদ খাইয়ে ধর্ষণ করেছে চার যুবক! এমন অভিযোগই এনেছে পর্ণশ্রী থানা এলাকার ১২ বছরের এক ছাত্রী। অভিযোগ পাওয়ার তিন ঘণ্টার মধ্যেই অভিযুক্ত যুবকদের গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি বৃহস্পতিবার রাতের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ওই কিশোরী-ছাত্রী নিজেই হাজির হয় পর্ণশ্রী থানায়। অভিযোগ জানায়, তাকে মদ খাইয়ে ধর্ষণ করেছে ৪ যুবক। ওই কিশোরীর বাবা
এক বেসরকারি সংস্থার কর্মী৷ তিনি বৃহস্পতিবার রাতেই থানায় জানান, তাঁর মেয়ে সন্ধ্যাবেলায় এক বন্ধুর সঙ্গে দেখা যাচ্ছে বলে বেরিয়েছিলো। তারপর আর বাড়ি ফেরেনি। নির্যাতিতা ওই কিশোরী পুলিশকে জানায়, এক বন্ধুর সঙ্গে দেখা করতে সে যায় মোমিনপুরে৷ বন্ধুটি তাকে ভূকৈলাস রোডের এক বাড়িতে নিয়ে যায়। সেখানে ছিলো আরও ৩ যুবক। ছাত্রীর অভিযোগ, ওই বাড়িতেই ৪ যুবক তাকে জোর করে মদ খাইয়ে বেহুঁশ করে দেয়। পরদিন সকালে জ্ঞান ফিরলে সে বুঝতে পারে, তাকে ধর্ষণ করা হয়েছে। কিশোরীর এই অভিযোগ পেয়েই পর্ণশ্রী থানার পুলিশ তদন্ত শুরু করে। বিকেলের মধ্যেই পর্ণশ্রী, একবালপুর এবং দক্ষিণ বন্দর থানার পুলিশকে নিয়ে তৈরি যৌথ তদন্তকারী দল ৪ অভিযুক্তকেই গ্রেফতার করে। একবালপুরে পকসো বা প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেসেন্স আইনে গনধর্ষণের মামলা রুজু করা হয়েছে অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার অভিযুক্তের মধ্যে অমরজিৎ চৌপাল এবং মনোজ শর্মা পর্ণশ্রী এলাকার বাসিন্দা। বাকি দু’জন, বিকাশ মল্লিক এবং ঋত্ত্বিক রামের বাড়ি একবালপুরে। ধৃতদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। শনিবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হবে।

spot_img

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...