Wednesday, August 27, 2025

বইমেলায় বিজেপি বনাম নকশাল অশান্তি, নামতে হল পুলিশকে

Date:

Share post:

আশঙ্কা ছিল। প্ররোচনা ছিল। পুলিশের পক্ষপাতদুষ্ট নীরবতা ছিল। শেষমেষ শনিবার একপ্রস্থ অশান্তি হয়েই গেল বইমেলায়। বিজেপির কাগজ জনবার্তার স্টলের সামনে থেকে বিক্ষোভরত নকশালপন্থীদের টেনে সরিয়ে নিয়ে যায় পুলিশ।

বইমেলায় এন আর সি ও সি এ এ বিরোধী কর্মসূচি কদিন ধরেই চলছিল। মানববন্ধন হয়েছে। মিছিল হয়েছে। পুলিশ বাধা দেয় নি। কিন্তু বইপ্রেমী মানুষ বিরক্ত হয়েছেন। নাগরিকত্ব বিতর্ক নিয়ে যার যে মতামত থাকুক, বইমেলার মধ্যে এর কর্মসূচি ঠিক নয়। এর জন্য বাইরের রাজপথ আছে। পুলিশ কিন্তু বাধা দেয় নি। ফলে উল্টোমতের অনেকেই ফুঁসছিলেন। প্রশ্ন ছিল, যদি কেউ সিএএ সমর্থনে মিছিল করতে চাইত, তখন পুলিশ অনুমতি দিত কি ?

শনিবার বিকেলে হঠাৎ দেখা যায় বিজেপির কাগজ জনবার্তার স্টলের সামনে তুমুল অশান্তি। নকশালপন্থীরা একজোট। স্টলে তখন রাহুল সিনহা। বিজেপি সমর্থকরাও বেরিয়ে এসেছেন। মাঝখানে পুলিশবাহিনী। প্রবল হল্লা। বইপ্রেমীরা সমস্যায়।

বিজেপির অভিযোগ, তাদের স্টলে হামলা করতে এসেছে নকশালরা। শ্লোগান দিচ্ছে। এন আর সি বিরোধিতার নামে আক্রমণ করছে।
অন্যদিকে নকশালদের বক্তব্য, বিজেপিকর্মীরা তাদের পোস্টার ছিঁড়ে দিয়েছে। বিজেপির যুক্তি, আমাদের স্টলের সামনে পোস্টার দেখাতে এসেছিল কেন? শেষপর্যন্ত পুলিশ নামে। নকশালপন্থী কয়েকজনকে টেনে নিয়ে যায়। বিজেপি সমর্থকরা জয় শ্রীরাম শ্লোগান দেন।

কথা উঠেছে, পুলিশ যদি প্রথম দিন থেকে বইমেলার ভেতরটা এসব রাজনীতির বাইরে রাখতে পারত, ভালো হত।
আরও কথা উঠেছে, সব দলের মুখপত্রেরই স্টল আছে। এটাই স্বাভাবিক। সেখানে বইমেলার মধ্যে রাজনীতি করে একটি স্টলের সামনে বিক্ষোভ দেখাতে যাওয়া আদৌ সমর্থনযোগ্য কি? বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক মানুষ মেলায় ঘুরছেন। এখানে রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়াটা প্রথম থেকেই পুলিশের ভুল হয়েছে।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...