দিল্লি বিধানসভা ভোটে বিজেপির পরাজয় তাঁর কাছে অপ্রত্যাশিত। তাঁর হিসেব মেলেনি। অবশেষে স্বীকার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার টাইমস নাও সামিটে তাঁর স্বীকারোক্তি, ভোটের প্রচারে কিছু নেতার মন্তব্য দলের জন্য খারাপ হয়েছে। মানুষের কাছে বিভাজনের ভুল বার্তা গিয়েছে।

এবারের দিল্লি ভোটের রণকৌশল তৈরির দায়িত্বে ছিলেন অমিতই। শাহিনবাগের ধরনা নিয়ে তিনি নিজেও মন্তব্য করেছিলেন। তা দেখে উৎসাহিত হয়ে অনুরাগ ঠাকুর, পরবেশ ভার্মা, কপিল মিশ্রর মত নেতারা লাগামছাড়া সাম্প্রদায়িক মন্তব্য শুরু করে দেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের গুলি মারার শ্লোগান বিজেপি সমর্থকদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। এইসব উসকানিমূলক মন্তব্যে যে বিজেপির ক্ষতি হয়েছে তা এখন বুঝতে পারছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। অমিত শাহ বলেন, গুলি মারো বা ভারত-পাক ম্যাচ এসব মন্তব্য উচিত হয়নি, এতে ক্ষতি হয়েছে। এগুলো দলের অবস্থান নয়। এইসব মন্তব্য থেকে দল দূরত্ব তৈরি করেছে। যদিও এরপরও এইসব নেতাদের বিরুদ্ধে কেন কোনও ব্যবস্থা নেয়নি বিজেপি, তা নিয়ে কিছু বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের কথায়, অধিকাংশ নির্বাচনেই আমার হিসেব মেলে, কিন্তু দিল্লির ভোটে এই ফল আমি আশা করিনি। আমার হিসেব মেলেনি।
