Thursday, May 22, 2025

‘গুলি মারো’ মন্তব্য ঠিক হয়নি, দিল্লির বিপর্যয়ের পর স্বীকার অমিত শাহের

Date:

Share post:

দিল্লি বিধানসভা ভোটে বিজেপির পরাজয় তাঁর কাছে অপ্রত্যাশিত। তাঁর হিসেব মেলেনি। অবশেষে স্বীকার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার টাইমস নাও সামিটে তাঁর স্বীকারোক্তি, ভোটের প্রচারে কিছু নেতার মন্তব্য দলের জন্য খারাপ হয়েছে। মানুষের কাছে বিভাজনের ভুল বার্তা গিয়েছে।

এবারের দিল্লি ভোটের রণকৌশল তৈরির দায়িত্বে ছিলেন অমিতই। শাহিনবাগের ধরনা নিয়ে তিনি নিজেও মন্তব্য করেছিলেন। তা দেখে উৎসাহিত হয়ে অনুরাগ ঠাকুর, পরবেশ ভার্মা, কপিল মিশ্রর মত নেতারা লাগামছাড়া সাম্প্রদায়িক মন্তব্য শুরু করে দেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের গুলি মারার শ্লোগান বিজেপি সমর্থকদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। এইসব উসকানিমূলক মন্তব্যে যে বিজেপির ক্ষতি হয়েছে তা এখন বুঝতে পারছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। অমিত শাহ বলেন, গুলি মারো বা ভারত-পাক ম্যাচ এসব মন্তব্য উচিত হয়নি, এতে ক্ষতি হয়েছে। এগুলো দলের অবস্থান নয়। এইসব মন্তব্য থেকে দল দূরত্ব তৈরি করেছে। যদিও এরপরও এইসব নেতাদের বিরুদ্ধে কেন কোনও ব্যবস্থা নেয়নি বিজেপি, তা নিয়ে কিছু বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের কথায়, অধিকাংশ নির্বাচনেই আমার হিসেব মেলে, কিন্তু দিল্লির ভোটে এই ফল আমি আশা করিনি। আমার হিসেব মেলেনি।

spot_img

Related articles

প্রয়োজনে মুখ্যসচিবের নেতৃত্বে দিল্লিতে টিম! নায্য পাওনা আদায়ে এবার কড়া অবস্থানের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও বাংলা জুড়ে চলছে উন্নয়নের জোয়ার। কেন্দ্র বাংলার প্রাপ্য দেয়নি। এমনকী বাংলা থেকে জিএসটি তুলে নিয়ে...

পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তায় ঢালাও উন্নয়ন! উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী 

১৪ বছরের রাজ্যে এক লক্ষ ৪৬ হাজার ৬৪৭ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করা হয়েছে। পথশ্রী প্রকল্পে ৩৮ হাজার...

কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূলের প্রতিনিধি দল উপত্যকায়, বৈঠক ওমর আবদুল্লার সঙ্গে 

পহেলগাম সন্ত্রাস হামলার পরবর্তী সময়ে কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছাল উপত্যকায়। সীমান্তবর্তী...

পরিযায়ী শ্রমিকদের প্রতি বিশেষ নজর মুখ্যমন্ত্রীর

বাংলার বিভিন্ন শ্রমিকদের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে। বাংলায় ফিরে এলে তাদের যাতে কোনওরকম...