চলন্ত স্কুল ভ্যানে আগুন লেগে মৃত্যু হল ৪ শিশুর। শনিবার ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের সাংরুরে। আহত বাকি ৮ পড়ুয়া স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

ওই ১২ জন শিশু সাংরুর জেলার লোংওয়াল শহরের সিমরন পাবলিক স্কুলের পড়ুয়া। এদিন দুপুরে স্কুল ভ্যানে বাড়ি ফিরছিল পড়ুয়ারা। স্কুল ভ্যান যখন লোংওয়াল-সিদসমাচার রোডে, তখনই আচমকা আগুন লেগে যায় তাতে। স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানো হয়। গাড়ি থেকে শিশুদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়েও যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ৪ শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি পড়ুয়াদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

আরও পড়ুন-বিপুল লোকসানের বোঝা! তবে কি ব্যবসা বন্ধের সিদ্ধান্ত ভোডাফোনের?
