Friday, November 14, 2025

প্রশ্নপত্র ফাঁস বিতর্ক এড়াতে এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে সিল প্যাকেট

Date:

Share post:

আর কয়েক ঘন্টার অপেক্ষা। রাত পোহালেই শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। যাকে বলা হয়, জীবনের প্রথম বড় পরীক্ষা। এবার রাজ্যে ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮ জন পরীক্ষার্থী ২৮৩৯ টি কেন্দ্রে পরীক্ষা দেবে বলে পর্ষদ সূত্রে জানানো হয়েছে।

সোমবার সল্টলেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সদর দফতর নিবেদিত ভবনে এক সাংবাদিক বৈঠকে আয়োজন করা হয়েছিল। যেখানে পর্ষদ সভাপতি গুরুত্বপূর্ণ একটি ঘোষণা করেন।

এছর থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে প্রশ্নপত্রের সিল প্যাকেট। সেক্ষেত্রে পর্যাপ্ত সময় থাকবে বলেই আশ্বস্ত করেছে পর্ষদ।

পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে , সকাল ১০.৩০টায় পরীক্ষা হলে পৌঁছাবে প্রশ্নের প্যাকেট। পরীক্ষার হলেই পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে সেই সিল করা প্রশ্নের প্যাকেট। সে ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে কোনও বিতর্ক থাকবে না।

ছাত্র-ছাত্রীদের 11:45 এর প্রশ্নপত্র দেওয়া হবে স্টাডি করার জন্য।  বারোটা থেকে তিনটে তারা লিখতে পারবে। পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা যাতে নির্দিষ্ট সময় পৌঁছতে পারে সেই জন্য সারা রাজ্যে জেলা প্রশাসন তৈরি।

পরীক্ষা দেবেন ১০,১৫,৮৮৮ জন ছাত্রছাত্রী। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এ কথা জানিয়েছেন।আগের বছরের থেকে এ বার পরীক্ষার্থী ৩৩ হাজার কম। গত বছরগুলিতে পাশের হার বেড়ে যাওয়ায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে বলে সভাপতি জানিয়েছেন।

কোনও দরকারে ছাত্রছাত্রী বা তাঁদের অভিভাবকরা যাতে মধ্যশিক্ষা পরিষদে যোগাযোগ করতে পারেন সে জন্য খোলা হচ্ছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর হল, ০৩৩ ২৩৫৯/ ২২৬৪ /  ২২৭৪। পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষক শিক্ষিকারা পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ ব্যবহার করতে পারবেন না। পরীক্ষার্থীরাও পারবেন না মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ ও ক্যালকুলেটর ব্যবহার করতে।

মোবাইল নিয়ে কোনও পরীক্ষার্থী ধরা পড়লে তার পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল হবে। পরীক্ষার জন্য বিশেষ কন্ট্রোল রুম   দিনরাত চালু থাকবে।

spot_img

Related articles

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...