করোনাভাইরাসের সংক্রমণ কি কমছে? গত কয়েক দিনের তুলনায় আক্রান্তদের সংক্রমণ এবং মৃতের সংখ্যা কিছুটা কমেছে। সোমবার চিনে ৯৮ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৮০০।

চিনের স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৮ জন আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ১৮৮৬। করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ৪৩৬ জন। যাঁর মধ্যে ৪৫ হাজার জন চিনের বাসিন্দা। চিনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানিয়েছে, এই ৪৫ হাজার আক্রান্তের বেশিরভাগেরই সংক্রমণ মৃদু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানায়, কীভাবে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে এবং তার উৎস সম্পর্কে পরিষ্কার চিত্র পাওয়া গেল। সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রেইসুস জানান, সংক্রমণের হার কমতে থাকবে সেটা এখনই নিশ্চিত করে বলা যাবে না। প্রতি পর্যায়ে আলোচনার অবকাশ আছে।’’
আরও পড়ুন-করোনা-আতঙ্কে চিনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, দাম বাড়ছে প্যারাসিটামলের মত জরুরি ওষুধের
