আগামীকাল, বুধবার প্রয়াত অভিনেতা তথা প্রাক্তন সাংসদ ও বিধায়ক তাপস পালের শেষকৃত্য সম্পন্ন হবে। আজ, মঙ্গলবার রাতের বিমানে মুম্বই থেকে তাপসের মরদেহ নিয়ে শহরে ফিরবেন তাঁর পরিবারের সদস্যরা। তখন দমদম বিমানবন্দরে হাজির থাকবেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

বিমানবন্দর থেকে রাত ৮.৩০ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার গল্ফগ্রিনের বাড়ি হয়ে রাতে দেহ নিয়ে যাওয়া হবে পিস হাভেনে। আগামীকাল সকালে সাধারণ মানুষ, তাঁর অনুগামী ও ভক্তদের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য প্রয়াত অভিনেতার দেহ রাখা হবে রবীন্দ্র সদনে। বিকেলের দিকে হবে শেষকৃত্য।
আরও পড়ুন-রোজ ভ্যালি : বাতিল হচ্ছে তাপসের বিরুদ্ধে মামলা
