Wednesday, November 12, 2025

ট্রাম্পের সফরের আগে যমুনা নদীর দুর্গন্ধ ঠেকাতে ৫০০ কিউসেক জল ছাড়া হল !

Date:

Share post:

স্বচ্ছ ভারত মিশন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যথেষ্ট সিরিয়াস। কিন্ত ভারত যে স্বচ্ছ হয়ে ওঠেনি এবার তার প্রমাণ পাওয়া গেল হাতে না হাতেই। উত্তরপ্রদেশের সেচ দফতর ৫০০ কিউসেক জল ছেড়েছে। যাতে ভয়াবহ দূষণে বিপর্যস্ত যমুনা নদীর হাল কিছুটা ফেরানো সম্ভব হয়। বুলন্দশহরের গঙ্গানাহার থেকে এই ৫০০ কিউসেক জল যমুনায় ছাড়া হয়েছে।
কেন এতদিন পরে এই পদক্ষেপ? জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের আগে যমুনায় দূষণের মাত্রা কিছুটা হলেও কমাতে এই পদক্ষেপ করা হয়েছে। যাতে তাঁর নাকে দূষণ থেকে তৈরি হওয়া দুর্গন্ধ না আসে। অথচ এই দুর্গন্ধ এলাকার মানুষের কাছে দুর্বিষহ হয়ে উঠেছিল। স্বচ্ছ ভারত মিশনের জন্য কেন্দ্র থেকে টাকাও বরাদ্দ হয়েছিল।
ভারত সফরে মার্কিন প্রেসিডেন্টকে তুষ্ট করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। একদিকে আহমেদাবাদ থেকে মোতেরা যাওয়ার পথে রাস্তার ধারে পাঁচিল তুলে বস্তি আড়াল করা হয়েছে। অন্যদিকে, মোতেরায়া বস্তিবাসী ৪৫ পরিবারকে দেওয়া হয়েছে উচ্ছেদের নোটিস। এবার রাজধানী ও আগ্রার দুর্গন্ধ ঢাকতে যমুনাতে জল ছেড়ে নতুন ব্যবস্থা নিল কেন্দ্র।
উত্তরপ্রদেশে জলসেচ দফতরের প্রধান ইঞ্জিনিয়ার ধর্মেন্দ্র সিং ফোগট জানিয়েছেন, আগামী ২৪ তারিখ দু’দিনের সফরে ভারতে আসছেন ট্রাম্প। দিল্লি ছাড়াও আগ্রা এবং আহমেদাবাদে যাওয়ার কথা আছে তাঁর। আগ্রায় যমুনার দুর্গন্ধ রুখতে এই ৫০০ কিউসেক জল সেখানে ছাড়া হয়েছে। ২০ তারিখ এই জল মথুরায় পৌঁছাবে এবং ২১ তারিখ আগ্রা পৌঁছে যাবে। এই অতিরিক্ত জলের ফলে যমুনায় অক্সিজেনের মাত্রা কিছুটা বাড়বে এবং দুর্গন্ধ কমবে।যদিও এতে যমুনার জল খাবার যোগ্য হবে না বলে সতর্ক করেছেন উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পর্যদের ইঞ্জিনিয়ারা।

spot_img

Related articles

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...

ভারতীয় শিবির ছাড়লেন তারকা অল-রাউন্ডার, ব্যাটিং গভীরতা বৃদ্ধিতে জোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর দুই দিন আগে ব্যাটিং গভীরতা বৃদ্ধির মহড়ার ভারতের।বুধবার দুপুরে অনুশীলন ছিল ভারতের।...

আগামী বছর জাপানে যাবেন: ডিলিট সম্মান প্রদান অনুষ্ঠানে বাংলা-জাপান সুসম্পর্কের কথা তুলে ধরে জানালেন মুখ্যমন্ত্রী

আগামী বছর জাপানে যাবেন। বুধবার, ধনধান্য স্টেডিয়ামে জাপানের (Japan) ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের (Okayama University) তরফে সাম্মানিক ডিলিট প্রদান অনুষ্ঠানে...