“খারাপ ছাত্ররাই পরীক্ষা পিছিয়ে দিতে বলে৷ আমরা সারা বছর পড়ি। তাই পরীক্ষা দিতে ভয় পাই না”।

পুরভোটের দিন পিছিয়ে দিতে নির্বাচন কমিশনে
বিজেপির আর্জি নিয়ে বৃহস্পতিবার এই সুরেই কটাক্ষ করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

পুরমন্ত্রী বলেন, “পুরভোটে পাস করতে পারবে না জেনেই ভোট পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে। আমরা ভাল ছাত্র। সারা বছর পড়ি। তাই পরীক্ষা দিতে ভয় পাই না। ওরা লাস্ট বয় তাই এত কমপ্লেইন।” পাশাপাশি পুরমন্ত্রী বিস্ময়ের সুরেই বলেন, “বিজেপি কীভাবে জানল ভোট কবে? আমি মন্ত্রী হয়েও তো জানতে পারলাম না।” একইসঙ্গে বলেন, “পুরভোট ব্যালটে ভোট হবে, না ইভিএমে, সেটা কমিশন ঠিক করবে। নেত্রীর যা মত আমাদেরও তাই মত”।

সূত্রের খবর, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে পুরভোট করাতে চাইছে রাজ্য সরকার। ১২ এপ্রিল কলকাতা ও হাওড়া পুরসভায় ভোটগ্রহণের সম্ভাবনা আছে। কিন্তু ওই সময় ভোট হলে প্রচারের সুযোগ পাওয়া যাবে না বলে এদিন নির্বাচন কমিশনে যান বিজেপি নেতা মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার ও শিশির বাজোরিয়া। রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বিজেপি ভোট পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে৷
