ফের রাজ্যে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা। আর এই মর্মান্তিক ঘটনা কেড়ে নিল ৫টি তরতাজা প্রাণ। বৃহস্পতিবার গভীর রাতে ডাম্পার ও একটি ছোট গাড়ির সংঘর্ষে মাদারিহাটের বীরপাড়ার ডিমডিমা চা বাগানের কাছের এশিয়ান হাইওয়েতে মৃত্যু হয়েছে পাঁচজন যুবকের।

মৃতেরা হলেন আশরাফ আলি, বরুণ সরকার, মনোজ সাহা, মিঠুন দাস ও সঞ্জয় বিশ্বাস। গুরুতর জখম হয়েছেন শিবু মন্ডল নামক আরও এক যুবক। তাঁকে প্রথমে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উত্তরবঙ্গ মেডিক্যালে রেফার করা হয়েছে।

মৃত ও আহতদের সকলেরই বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ। মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন-মাঝরাতে ঢাকার শহিদ মিনারে বাঙালি জাতির হয়ে শ্রদ্ধা নিবেদনে শেখ হাসিনা
