Saturday, November 8, 2025

দুদিনের বৈঠক নিষ্ফলা, আজও শাহিনবাগে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা

Date:

Share post:

বুধবার থেকেই শাহিনবাগের আন্দোলনকারীদের সঙ্গে সুপ্রিম কোর্ট নিযুক্ত মধ্যস্থতাকারীদের আলোচনা শুরু হয়েছে। বুধ ও বৃহস্পতি কোনও রফাসূত্র না বেরনোয় আজ শুক্রবারও চলবে আলোচনা। গতকালের মত আজও শাহিনবাগের ধরনামঞ্চে যাবেন মধ্যস্থতাকারী সঞ্জয় হেগড়ে ও সাধনা রামচন্দ্রন। দুমাসের উপর ধরে চলা অবস্থান-ধরনায় শাহিনবাগের প্রতিবাদীদের মূল দাবি, সিএএ, এনআরসি ও এনপিআর বাতিল করতে হবে। নাগরিকত্ব ইস্যুতে কোনও ধর্মীয় বিভাজন চলবে না। সিএএ বাতিল না হওয়া পর্যন্ত অবস্থান-বিক্ষোভ চলবে।

সুপ্রিম কোর্টে সিএএ বাতিলের দাবিতে মামলা চললেও আন্দোলনকারীরা ধরনা চালিয়ে যাওয়া নিয়ে অনড়। কোর্টে আইনি লড়াইয়ের পাশাপাশি তাঁরা একইসঙ্গে রাস্তা আটকে বিক্ষোভ করে ধরনা চালিয়ে যেতে চান। ধরনা উঠিয়ে নিলে শাহিনবাগের আন্দোলন গুরুত্ব হারাবে বলে মত তাঁদের। অনেকেরই যুক্তি, আন্না হাজারের ধরনা আন্দোলন লাগাতার চললেও তখন তো জনজীবনে সমস্যার কথা বলা হয়নি। তাহলে এখন কেন সমস্যা হবে? সুপ্রিম কোর্ট সর্বোচ্চ মেনেও শাহিনবাগের আন্দোলনকারীরা রাস্তা আটকে ধরনা চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড়।

মধ্যস্থতাকারীরা তাঁদের বোঝান, সুপ্রিম কোর্ট প্রতিবাদীদের আন্দোলনের অধিকারকে সমর্থন করে। একইসঙ্গে মনে করে সাধারণ মানুষের এই এলাকা দিয়ে স্বাভাবিকভাবে যাতায়াত করারও অধিকার আছে, ধরনামঞ্চের জন্য যা বিঘ্নিত হচ্ছে। মধ্যস্থতাকারীরা এও বলেন, এক্ষুণি রাস্তা থেকে ধরনা তুলে নিলে সুপ্রিম কোর্ট দ্রুত ও গুরুত্বের সঙ্গে আন্দোলনকারীদের দাবি পর্যালোচনা করবে। কিন্তু এই যুক্তিতেও কান দেননি আন্দোলনকারীরা। এই অবস্থায় মধ্যস্থতাকারীরা আজ তৃতীয়দিন ফের আলোচনা করে শাহিনবাগের রাজপথকে ধরনামুক্ত করতে পারেন কিনা সেটাই দেখার।

আরও পড়ুন-রাজ্যস্তরের ভোটে বিজেপিকে মোদি-শাহর উপর নির্ভরতা কমানোর পরামর্শ দিল আরএসএস

spot_img

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...