Monday, January 12, 2026

“জননেতাকে সংকীর্ণ রাজনীতি শেষ করতে পারে না”, শোভনের পোস্টার নিয়ে আপ্লুত বৈশাখী!

Date:

Share post:

“শোভনবাবুকে মানুষ যে কতটা ভালবাসে, এই ঘটনা সেটার প্রভাব। ভাল লাগছে এটা দেখে। দল বুঝি না, কিন্তু পোস্টার লাগানোর ক্ষেত্রে তো কোনও না কোনও কর্মী থাকেন, নেতারা তো পোস্টার লাগান না, সুতরাং কর্মীদের কাছে এখনও যে উনি আস্থাভাজন, সেটাই বড় প্রাপ্তি শোভনের।

যাঁরাই করে থাকুন না কেন, তাঁরা শোভনকে সক্রিয় রাজনীতিতে দেখতে চান’’। গোটা দক্ষিণ কলকাতাজুড়ে পদ্ম প্রতীকে প্রাক্তন মেয়র তথা প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের সমর্থনে পোস্টার পড়ার পর এমনই প্রতিক্রিয়া দিলেন তাঁর বিশেষ বান্ধবী অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

এখানেই শেষ নয়, এই ঘটনায় বৈশাখীদেবী এতটাই আপ্লুত যে, রাস্তায় বেরিয়ে শোভনের নামে পোস্টার দেখতে চান। তাঁর কথায়, “নিজে এখনও রাস্তায় বেরিয়ে শোভনের পোস্টার দেখিনি। রাস্তায় বেরিয়ে দেখব পোস্টার। মোবাইলে ছবিতে দেখলাম। একসময়ের ওর হোয়াটস অ্যাপের ডিপি-র ছবিটা ব্যবহার করা হয়েছে এই পোস্টারগুলিতে”।

তিনিবআরও বললেন, ‘‘কলকাতার মেয়র হিসেবে শোভনবাবুর জনপ্রিয়তা আমি আজও অনুভব করি। লোকে এখনও ওনাকে মেয়রসাহেব বলেও ডাকেন। উনি তখন সন্ন্যাসী রাজার মতো বলেন যে আমি আর মেয়র নই, মেয়র হতে চাই না। কিন্তু ওনার ছবি মানুষের মনে অমলিন হয়ে রয়েছে”।

পুরভোটে কি বিজেপির হয়েই লড়ছেন, বিজেপির মেয়র পদপ্রার্থী হচ্ছেন শোভন? জবাবে বৈশাখী বললেন, “এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানি না। তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রয়েছে, কথা হয় বলেও জানি। তৃণমূলের লোকজনের সঙ্গেও কথা হয় বলে শুনেছি। তবে কোনও দলীয় রাজনীতি নিয়ে কথা হয় না, এটুকু বলতে পারি। এই ঘটনায় আর একটা কথা খুব মনে হচ্ছে, জননেতাকে কোনও সংকীর্ণ রাজনীতি শেষ করতে পারে না।”

spot_img

Related articles

বাংলাদেশে জেলবন্দি মৃত্যু বিখ্যাত সঙ্গীত শিল্পীর

বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর জেলবন্দি অবস্থাতে মৃত্যু! প্রলয় চাকী (Pralay Chaki) বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর পাশাপাশি আওয়ামী লিগের...

গঙ্গাসাগর মেলায় অসুস্থ পুণ্যার্থী! তৎপরতায় এয়ারলিফ্ট প্রশাসনের 

গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগেই দেশ-বিদেশ থেকে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় জমেছে সাগরে। সেই ভিড়ের মধ্যেই গঙ্গাসাগর মেলায় এসে...

Raid করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল ইডি! ‘ডিজিটাল যোদ্ধা’ কনক্লেভে বিস্ফোরক অভিষেক

“সেদিন কোনও Raid করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল ইডি“। সোমবার, মিলনমেলায় 'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা' কনক্লেভে বিস্ফোরক...

’থিম কান্ট্রি’ আর্জেন্টিনা, ২২ জানুয়ারি কলকাতা বইমেলার উদ্বোধন মুখ্যমন্ত্রীর

এবারের বইমেলায় বিশেষ গুরুত্ব পাবে আর্জেন্টিনার (Argentina) খ্যাতনামা সাহিত্যিকদের কাজ ও তাঁদের কাব্যিক শক্তি। সোমবার, পাব্লিশার্স অ্যান্ড বুক...