Saturday, November 15, 2025

“জননেতাকে সংকীর্ণ রাজনীতি শেষ করতে পারে না”, শোভনের পোস্টার নিয়ে আপ্লুত বৈশাখী!

Date:

Share post:

“শোভনবাবুকে মানুষ যে কতটা ভালবাসে, এই ঘটনা সেটার প্রভাব। ভাল লাগছে এটা দেখে। দল বুঝি না, কিন্তু পোস্টার লাগানোর ক্ষেত্রে তো কোনও না কোনও কর্মী থাকেন, নেতারা তো পোস্টার লাগান না, সুতরাং কর্মীদের কাছে এখনও যে উনি আস্থাভাজন, সেটাই বড় প্রাপ্তি শোভনের।

যাঁরাই করে থাকুন না কেন, তাঁরা শোভনকে সক্রিয় রাজনীতিতে দেখতে চান’’। গোটা দক্ষিণ কলকাতাজুড়ে পদ্ম প্রতীকে প্রাক্তন মেয়র তথা প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের সমর্থনে পোস্টার পড়ার পর এমনই প্রতিক্রিয়া দিলেন তাঁর বিশেষ বান্ধবী অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

এখানেই শেষ নয়, এই ঘটনায় বৈশাখীদেবী এতটাই আপ্লুত যে, রাস্তায় বেরিয়ে শোভনের নামে পোস্টার দেখতে চান। তাঁর কথায়, “নিজে এখনও রাস্তায় বেরিয়ে শোভনের পোস্টার দেখিনি। রাস্তায় বেরিয়ে দেখব পোস্টার। মোবাইলে ছবিতে দেখলাম। একসময়ের ওর হোয়াটস অ্যাপের ডিপি-র ছবিটা ব্যবহার করা হয়েছে এই পোস্টারগুলিতে”।

তিনিবআরও বললেন, ‘‘কলকাতার মেয়র হিসেবে শোভনবাবুর জনপ্রিয়তা আমি আজও অনুভব করি। লোকে এখনও ওনাকে মেয়রসাহেব বলেও ডাকেন। উনি তখন সন্ন্যাসী রাজার মতো বলেন যে আমি আর মেয়র নই, মেয়র হতে চাই না। কিন্তু ওনার ছবি মানুষের মনে অমলিন হয়ে রয়েছে”।

পুরভোটে কি বিজেপির হয়েই লড়ছেন, বিজেপির মেয়র পদপ্রার্থী হচ্ছেন শোভন? জবাবে বৈশাখী বললেন, “এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানি না। তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রয়েছে, কথা হয় বলেও জানি। তৃণমূলের লোকজনের সঙ্গেও কথা হয় বলে শুনেছি। তবে কোনও দলীয় রাজনীতি নিয়ে কথা হয় না, এটুকু বলতে পারি। এই ঘটনায় আর একটা কথা খুব মনে হচ্ছে, জননেতাকে কোনও সংকীর্ণ রাজনীতি শেষ করতে পারে না।”

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...