Tuesday, August 26, 2025

রাজ্যপালের বেনজির তলব, আজ রাজভবনে যাচ্ছেন রাজ্যের নির্বাচন কমিশনার

Date:

Share post:

এ বার রাজভবনে তলব রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাসকে । এজন্য চিঠি দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। যোগাযোগ করেছেন টেলিফোনেও। সেই সূত্রেই আজ বৃহস্পতিবার রাজভবন যাচ্ছেন রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাস। সকাল সাড়ে এগারোটা থেকে রাজভবনে হবে পুরভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক। কমিশন সূত্রে এই খবর জানা গিয়েছে ।পুরভোট নিয়ে রাজ্যপালের এই সক্রিয়তা বেনজির । 27 ফেব্রুয়ারি রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে রাজভবনে ডাকা হয়েছে বলে টুইট করেন রাজ্যপাল । যদিও বিষয়টি জানেন না বলেএড়িয়ে গিয়েছেন রাজ্যের নির্বাচন কমিশনার। ফলে, বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।সরকারিভাবে লিখিত প্রস্তাব যায়নি ঠিকই। তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে , পুরভোটের প্রস্তাবিত দিন চূড়ান্ত করে ফেলেছে রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দফতর জানিয়েছে , ঐতিহ্য বদলে ফেলে এবার কলকাতার সঙ্গেই ভোট হবে হাওড়া পুরনিগমের। নির্বাচন কমিশনারকে জানানোর আগেই এভাবে কেন টুইট করলেন রাজ্যপাল তা নিয়ে ফের বিতর্ক দেখা দিয়েছে । এরপরেই ড্যামেজ কন্ট্রোলে নামে রাজভবন। ওইদিন সন্ধের দিকে রাজ্যপাল ফোন করেন সৌরভ দাসকে। পরে মঙ্গলবার রাজভবনের তরফে চিঠিও দেওয়া হয় নির্বাচন কমিশনারকে। সেই সূত্রেই আজ বৃহস্পতিবার রাজভবনে যাচ্ছেন নির্বাচন কমিশনার।
প্রশ্ন ওঠে, একটি সাংগঠনিক পদে থেকে অন্য সাংবিধানিক পদে থাকা কোনও ব্যক্তিকে এভাবে তলব করা যায় কি না। এপ্রসঙ্গে রাজ্যপাল একটি টুইট করেন। সেখানে তিনি লিখেছেন, ভারতীয় সংবিধানের 243 K ধারায় রাজ্য নির্বাচন কমিশনকে পুরভোট পরিচালনার দায়িত্ব দিয়েছে। সেই বিষয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশনারকে রাজভবনে ডাকা হয়েছে ।

spot_img

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...