করোনা ভাইরাসের আতঙ্ক দক্ষিণ-পূ্র্ব এশিয়ার পাশাপাশি ছড়িয়েছে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশেও৷ এই মারণ ভাইরাসের জেরে অন্য দেশের নাগরিকদের পবিত্র “উমরাহ হজ”-এর ভিসা দেওয়া আপাতত বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। করোনা সংক্রমিত দেশের মানুষদের সৌদিতে প্রবেশও নিষিদ্ধ করেছে ওই দেশের সরকার। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাস প্রতিরোধের বিষয়টি পুরোপুরি তাদের নজরদারিতে রয়েছে। তারা সতর্ক আছেন এবং সতর্কতাজনিত কারনেই আপাতত বন্ধ করা হয়েছে উমরাহ হজ’-ভিসা৷ করোনা আক্রান্ত যেসব দেশের মানুষ সৌদি আরবের পর্যটক ভিসা ইতিমধ্যেই পেয়েছেন, ঝুঁকির কথা বিবেচনা করে তাদের ভিসাও বাতিল করা হয়েছে। সম্প্রতি ইরান, বাহরিন, কুয়েত, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী-সহ কয়েকটি দেশে করোনা ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন-কালো পতাকা দেখিয়ে অমিত শাহকে স্বাগত জানাবে SFI-DYFI
