Saturday, December 20, 2025

রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, NRC- আতঙ্কে নতুন ভোটার ২০ লক্ষ

Date:

Share post:

রাজ্যে এক ধাক্কায় ভোটার বাড়লো প্রায় ২০ লক্ষ ৭০ হাজার। ভোটার-সংখ্যার এই বৃদ্ধি সর্বকালীন রেকর্ড৷ ভোটারের সংখ্যার এই রেকর্ড বৃদ্ধি কেন, নির্বাচন কমিশন তার বাখ্যা দিতে পারেনি। তবে রাজনৈতিক মহলের দাবি, এর কারন NRC-আতঙ্ক। NRC-র ভয়েই বিপুল সংখ্যক মানুষ ভোটার তালিকায় নাম তুলতে এবার উৎসাহ দেখিয়েছেন। আরও একটি লক্ষণীয় বিষয়, আবেদনের সঙ্গে আধার কার্ডও প্রমাণপত্র হিসেবে দাখিল করেছেন নতুন ভোটাররা৷

কেন্দ্রীয় নির্বাচন কমিশন দক্ষিণ ২৪ পরগনা জেলা বাদ দিয়ে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। সাগরমেলার জন্য দক্ষিণ ২৪ পরগনা প্রশাসন ব্যস্ত ছিল বলে অসম্পূর্ণ থেকে গিয়েছে এই জেলার ৩১টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা সংশোধনের কাজ। আগামী ৬ মার্চ ওই তালিকা প্রকাশিত হবে। সে ক্ষেত্রে রাজ্যে ভোটারের সংখ্যা আরও বাড়বে।

কমিশনের বক্তব্যঃ

◾রাজ্যে এ বার ভোটারের সংখ্যা ৭ কোটি ছাড়িয়ে যাবে।

◾রাজ্যের মোট জনসংখ্যার ৭০% এ বার ভোটার তালিকায় নাম তুলেছেন৷

◾গত ৩ বছর ধরে এই হার ছিল ৬৯ শতাংশ৷

◾এবারের খসড়া ভোটার তালিকায় ভোটার সংখ্যা ৬, ৯৮,১৫ ১৫৩ জন ছিলো৷ দক্ষিণ ২৪ পরগনাকে বাদ দিয়ে চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারের সংখ্যা এখনই দাঁড়িয়েছে ৬ কোটি ৩৯ লক্ষ ১৭ হাজার ৮২৫।

◾দক্ষিণ ২৪ পরগনার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলে আরও অন্তত ৮০ লক্ষ ভোটারের নাম ঢুকবে৷

◾নতুন ভোটার তালিকায় ১৮-১৯ বছর বয়সের ভোটারের সংখ্যা এখনও পর্যন্ত দাঁড়িয়েছে প্রায় ১৯ লক্ষ। যা মোট ভোটারের ৩.০৮ শতাংশ। গত কয়েক বছরে ভোটার তালিকায় এই বয়সের ভোটার ৩ শতাংশও ছুঁতে পারেনি।

◾ অন্যান্য বারের তুলনায় মহিলা ও পুরুষ ভোটারের আনুপাতিক হারও বেড়েছে৷

◾রাজ্যে এখন প্রতি ২ হাজার ভোটারের মধ্যে ৯৫৬ জন মহিলা ভোটার।

◾গত বছর প্রতি ২ হাজার ভোটারের মধ্যে মহিলা ভোটার ছিলেন ৯৪৯ জন।

spot_img

Related articles

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...

কবে থেকে ভোটারদের শুনানি: শুক্রেও নিরুত্তর কমিশন!

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর। অন্যান্য রাজ্যের মতো অতিরিক্ত সময় চায়নি বাংলার নির্বাচন কমিশন (Election Commission)।...

ফের CPIM-এ নারীঘটিত কেলেঙ্কারি, মুখ বাঁচাতে তরুণ নেতাকে বহিষ্কার সেলিমদের

সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্য, বংশগোপাল চৌধুরীর পরে ফের নারীঘটিত কেলেঙ্কারি সিপিএমে (CPIM)। এবার নাম জোড়ালো এক তরুণতুর্কির। মুখ...

সেবাশ্রয়ে ২০তম দিনে ক্যাম্পে যাবেন অভিষেক: সাফল্যের খতিয়ান পেশ

প্রথম ক্যাম্পের সাফল্য অনুপ্রাণিত করেছে দ্বিতীয় ক্যাম্পের আয়োজনে। সেবাশ্রয়-২ উদ্বোধনে সদর্পে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়...