Saturday, December 27, 2025

পাকিস্তানে নয় এশিয়া কাপ হবে দুবাইয়ে : সৌরভ

Date:

Share post:

পাকিস্তানে হচ্ছে না এশিয়া কাপ। এই প্রতিযোগিতা হবে দুবাইয়ে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এর বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে শুক্রবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এ কথা জানান।
সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু বিসিসিআই সূত্রে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। ফলে এই প্রতিযোগিতা হওয়া নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। কারণ পাকিস্তানে যদি টুর্নামেন্ট হয়, আর সেই প্রতিযোগিতায় যদি ভারত অংশ না নেয়, তা হলে প্রতিযোগিতার গুরুত্ব অনেক কমে যাবে। আর সে কারণেই দুবাইয়ে সরিয়ে আনা হল এশিয়া কাপ। জানানো হয়েছে, ভারত ও পাকিস্তান দু’দলই অংশ নেবে এই প্রতিযোগিতায়।
২০১৩ সালে শেষ বার দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজে অংশ নেয় ভারত-পাকিস্তান। তার পর রাজনৈতিক অস্থিরতার কারণে দু’দলই আইসিসি-র টুর্নামেন্ট ছাড়া অন্য কোথাও মুখোমুখি হয়নি।দুবাইয়ে মঙ্গলবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক। সেখানে যোগ দেওয়ার কথা সৌরভের। এশিয়ার ক্রিকেট টিমগুলোর ভবিষ্যৎ নিয়ে সেখানে আলোচনা হবে। তার আগে এশিয়া কাপের জটিলতা কাটায় স্বাভাবিক ভাবেই স্বস্তি ক্রিকেট মহলে। সূচি অনুযায়ী সেপ্টেম্বরে পাকিস্তানের আয়োজন করার কথা ছিল এ বারের এশিয়া কাপ। কিন্তু ভারতীয় টিম পাকিস্তানে খেলতে রাজি নয় বলে এই ভেন্যু বদল।
অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে অস্ট্রেলিয়ায়। তার আগে এশিয়া কাপও এ বার টি-টোয়েন্টি ফর্ম্যাটে হওয়ার কথা। গত বার এশিয়া কাপ হয়েছিল ওয়ান ডে ফর্ম্যাটে, আরব আমিরশাহিতে। সেখানেও চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

spot_img

Related articles

গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ইউক্রেনের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণ

শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ (Kyiv)। শনিবার ভোরের দিকে রাজধানী শহরের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ...

লক্ষ্য বিধানসভা ভোট, শনিবার বড় ঘোষণা করবেন অভিষেক! জল্পনা তুঙ্গে

দুয়ারে বিধানসভা ভোট, নতুন বছরের শুরু থেকেই জোর কদমে প্রচারে নামছে তৃণমূল। শুক্রবারের বৈঠকে প্রচারের রূপরেখা স্থির করে...

বাংলাদেশে রকস্টার জেমসের অনুষ্ঠানে হামলা, ভেস্তে গেল সংগীত অনুষ্ঠান

অশান্ত বাংলাদেশ, কয়েকদিন আগেই উপমহাদেশের সাংস্কৃতিক পীঠস্থান ছায়নটে হামলা চালিয়ে উন্মত্ত দুষ্কীতিরা। এবার রকস্টার জেমসের(James) অনুষ্ঠানে চলল হামলা। শুক্রবার...

শনিবার থেকে শুরু এসআইআরের হেয়ারিং পর্ব, সই-ছবিতেই জোর কমিশনের

শনিবার থেকে শুরু হচ্ছে এসআইআরের(SIR) হেয়ারিং পর্ব। নির্বাচন কমিশন বিএলও-দের মাধ্যমে যাদের নোটিশ পাঠিয়েছে তাদের হেয়ারিং পর্বে উপস্থিত...