সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে বাচ্চা ছেলের মুখে শোনা গেল আজাদি স্লোগান। সঙ্গে মোদি বিরোধী স্লোগানও। জানা গিয়েছে, বিহারে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার অনুষ্ঠানের মঞ্চেই এমন স্লোগান দিতে দেখা গেছে এক ১১ বছরের খুদেকে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআই নেতা কানহাইয়া কুমার।

৬৮ সেকেন্ডের একটি ভিডিওতে মোদি শাসিত সরকারকে প্রশ্ন করেছেন, “তাজমহল বা রেড ফোর্ট না থাকলে গোটা পৃথিবীকে কী গরু আর গোবর দেখাতেন”। পাশাপাশি, ‘নরেন্দ্র মোদি মুর্দাবাদ’ স্লোগান দিয়ে সাধারণ মানুষের ভালবাসা কুঁড়িয়ে নিয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকা সাধারন মানুষ ভূয়সী প্রশংসা করেছেন ১১ বছরের ওই ছেলেটির।

সভা শেষে কানাইয়া কুমার ১১ বছরের ছেলেটির সাহসকে কুর্ণিশ জানিয়েছেন। নাগরিকত্ব আইন এবং এনআরসির বিরোধিতা করে একের পর এক সভা করছেন কানাইয়া কুমার।

আরও পড়ুন-সিএএ বিভাজনের আইন, ব্রিটেনের মন্তব্যে চাপে মোদি সরকার

