Sunday, December 28, 2025

আর বিলম্ব নয় ! ভোট কবে জানতে নবান্নে চিঠি নির্বাচন কমিশনের

Date:

Share post:

নির্বাচন কমিশনকে জানানোর কথা রাজ্য সরকারের৷ কিন্তু রাজ্য কমিশনকে কিছু না জানানোয় এবার কমিশনই আগ বাড়িয়ে রাজ্যের কাছে জানতে চাইছে, রাজ্য পুরভোট কবে ?

পুরভোটের আইন বলছে, খসড়া তালিকা প্রকাশের ১০ সপ্তাহ পর ভোট করাতে কোন অসুবিধা থাকে না। সেই হিসাব ধরলে ২৭ মার্চের পর যে কোন দিনই ভোট হতে পারে। ৩১ মার্চের মধ্যে সব বোর্ডের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। এর পর ভোটের দিনক্ষণ ঠিক করতে চায় কমিশন। যাতে দ্রুত নির্বাচন সম্পন্ন করা যায় সে কারনেই এই চিঠি বলে কমিশন সূত্রের খবর।পুরভোট নিয়ে নবান্ন কী ভাবছে, তা জানতে চায় রাজ্য নির্বাচন কমিশন। সে কারনেই এবার চিঠি পাঠাচ্ছে কমিশন৷
কবে ভোট, ক’ দফায় ভোট, তা নিয়ে রাজ্য এখনও সরকারিভাবে কিছু জানায়নি কমিশনকে৷ ফলে কমিশন তৈরি থাকলেও ভোটের বিজ্ঞপ্তি ঘোষনা করতে পারছেনা৷ রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস শনিবার স্বীকার করেছেন যে তারা রাজ্যকে চিঠি দিতে চলেছেন৷

এদিকে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে আগামী এপ্রিলের মাঝামাঝি রাজ্যে পুরভোটের সম্ভাবনা আছে৷ জল্পনা এমনও রয়েছে, প্রথম দফায় কলকাতা ও হাওড়া পুর কর্পোরেশনের ভোট। এর পর আরও দু-তিন দফায় বাকি শতাধিক পুরসভার ভোট হতে পারে৷

পুরভোট নিয়ে কমিশন চাইছে, সব কিছু তৈরি যখন, তখন ভোটের দিন চূড়ান্ত হোক। ঠিক হোক,
EVM না ব্যালট, কিসে হবে ভোট ? চূড়ান্ত হোক, যে ১১১টি পুরসভার ভোট হওয়ার কথা, তার নির্ঘন্ট৷ এর উত্তর রাজ্যকেই দিতে হবে৷ তাই রাজ্যের কাছেই এ সব জানতে চাইছে কমিশন৷ রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসও বলেছেন, ‘‘রাজ্যকে চিঠি দেওয়া হচ্ছে।’’

এদিকে সূত্রের খবর, EVM-এ ভোট করাতে চায় কমিশন৷ EVM-এর সঙ্গে VVPAT- ও ব্যবহার করা হতে পারে। যদি তেমন হয়, তবে এ বারই প্রথম পুর নির্বাচনে ভিভিপ্যাট- সহ ভোট হবে। কমিশনের কাছে খবর, রাজ্যও EVM-এর বিপক্ষে নয়। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যালটে ভোট করার পক্ষে সওয়াল করেছিলেন। গত পঞ্চায়েত নির্বাচন হয়েছিলো ব্যালটে৷
সেই নির্বাচন নিয়ে বিরোধীদের অভিযোগ ছিলো, ব্যালট লুঠ হয়েছে, গণনাকেন্দ্রে ঢুকে ছাপ্পা মারা হয়েছে৷ সব অভিযোগই ছিলো তৃণমূলের বিরুদ্ধে। পঞ্চায়েত-ভোটের বিতর্ক এড়াতে কমিশন চাইছে, EVM–এ ভোট হোক৷

রাজ্যের কাছে তারিখ জানতে চাইলেও, কমিশন মোটামুটি তৈরি নিজস্ব নির্ঘন্ট নিয়ে৷ কমিশন চাইছে আগামী ১০-১২ এপ্রিল কলকাতা এবং হাওড়া পুরসভার ভোট সেরে ফেলতে৷ এর পর এপ্রিলের ২৫-২৬ তারিখ নাগাদ বাকি পুরসভার ভোট করতে চায় কমিশন। দু’দফাতেই ভোট শেষ করতে চাইছে কমিশন। যদি রাজ্য তিন দফায় ভোট করতে চায়, তাহলে শেষ দফার ভোট হতে পারে মে মাসের শুরুতে।

spot_img

Related articles

SIR থেকে ডিটেনশন ক্যাম্পে! অনন্ত মহারাজ বিজেপি-বিরোধিতা করুন, দাবি তৃণমূলের

এসআইআর প্রক্রিয়া চালু করে আদতে বিজেপি সাধারণ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিতে চাইছে, এমন আশঙ্কা বাংলার শাসকদল...

মুখ্যমন্ত্রীর নাম-ছবি ব্যবহার করে ভুয়ো ‘সরকারি বিজ্ঞাপন’! সতর্কবার্তা রাজ্য পুলিশের

হুবহু সরকারি বিজ্ঞাপনের মতো, আছে রাজ্যের মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নাম ছবি সব কিছু। কিন্তু পা দিলেই বিপদ! কি...

নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগে আটক হুমায়ুন-পুত্র: SP অফিস ঘেরাওয়ের হুমকি

ফের খবরের শিরোনাম হুমায়ুন কবীর। তবে এবার রাজনৈতিক কারণে নয়। স্রেফ ছেলের দাদাগিরির কারণে। পুলিশের নিরাপত্তা কর্মীকে মারধরের...

হাসপাতালে ভর্তি পরিচালক সুদেষ্ণা, আইসিইউতে রাখার সিদ্ধান্ত ডাক্তারদের! 

বেড়াতে গিয়ে শারীরিক অসুস্থতার কারণে জন্মদিনের দিন হাসপাতালে পরিচালক-অভিনেত্রী সুদেষ্ণা রায় (Sudeshna Roy)। সূত্রের খবর, ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে...