‘এনআরসি করতে এলে চামড়া গুটিয়ে দেব’, মোদিকে নিশানা অনুব্রতর

বীরভূমের সাইথিয়ায় তৃণমূলের সভায় অনুব্রত কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপিকে। তিনি বলেন, “ভারতবর্ষে এনআরসি করতে হবে বলে তুমি হঠাৎ বলে দিলে। তুমি দিল্লিতে বসে হিসেব করলে, আড়াই কোটি মানুষকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেবে। বাঃ চমৎকার!”

এর পাশাপাশি এই আইনের বিরুদ্ধে তৃণমূল প্রতিরোধ করবে বলেও হুঙ্কার দিয়েছেন অনুব্রত। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “তেমন হলে তখন আমরা কি ঘরে বসে থাকব? আমরা ঘরে বসে থাকব না। তুমি বলছো বলো। এনআরসি চালু করতে এলে চামড়া গুটিয়ে দেব। জীবন থাকতে এনআরসি মানব না। লড়াই করে যাবো। ”

আরও পড়ুন-নির্বাচনের আগে নিয়োগ কলকাতা পুরসভায়