Thursday, August 21, 2025

সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয়ভাগে অমিতের ইস্তফার দাবি তুলতে পারে কংগ্রেস

Date:

Share post:

সংসদের বাজেট অধিবেশনের প্রথমার্ধ সোমবার মুলতুবি রাখা হয়েছে৷ বাজেট অধিবেশনের দ্বিতীয়ভাগ শুরু থেকেই বেশ সরগরম থাকবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে বিগত সপ্তাহেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল রাজধানী ৷ প্রাণ হারিয়েছেন 46 জন ৷ জখম শতাধিক ৷ ধ্বংস হয়েছে প্রচুর সম্পত্তি ৷ ভাঙচুর হয়েছে দোকানপাট ৷ এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে সংসদে সরব হতে পারে কংগ্রেস শিবির ৷

31 জানুয়ারি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ দিয়ে শুরু হয়েছিল সংসদের বাজেট অধিবেশন ৷ বাজেট অধিবেশনের প্রথমার্ধ সাক্ষী ছিল নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী প্রতিবাদের ৷ বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধ চলবে 3 এপ্রিল পর্যন্ত ৷

অধিবেশনে কংগ্রেসের গতিপ্রকৃতি কীরকম হবে, তা গতকালই জানিয়ে দিয়েছিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরি ৷ অমিত শাহের পদত্যাগের দাবি যে আরও জোরদার করা হবে সেই বার্তাও দিয়েছেন তিনি ৷ অধীরবাবু আরও জানিয়েছেন, “দিল্লির হিংসা নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের ব্যর্থতা নিয়েও সরব হবে কংগ্রেস ৷”

পাশাপাশি তিনি আরও বলেন, “তাদের চোখের সামনেই দিল্লির এই হিংসার ঘটনা ঘটেছে ৷ এখন পশ্চিমবঙ্গেও সেই একইভাবে হিংসা ছড়ানোর পরিকল্পনা হচ্ছে ৷ গোলি মারো স্লোগান এখন পশ্চিমবঙ্গেও উঠছে ৷” সরকারের বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে দেশভাগ করারও অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি ৷ আজকের অধিবেশনে এই প্রসঙ্গ টেনেও সরব হতে পারে বিরোধীরা ৷

হিংসার ঘটনায় রবিবার রাত পর্যন্ত ২৫৪টি এফআইআর দায়ের হয়েছে। ধৃত ৯০৩ জন। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিবাসীর উদ্দেশে কোনওরকম গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছেন। বলেছেন, হিংসা ও সাম্প্রদায়িক উস্কানির ফাঁদে পা দেবেন না।

নতুন করে যাতে অশান্তি না ছড়ায়, সেজন্য শাহিনবাগের আন্দোলনস্থলে পুলিশ ও সিআরপিএফ-এর সংখ্যা আরও বাড়ানো হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা।

অন্যদিকে দিল্লির হিংসা নিয়ে কংগ্রেস রাজনীতি করেছে বলে পালটা অভিযোগ তুলেছে BJP শিবির ৷ CAA বিরোধী এই হিংসাত্মক প্রতিবাদে বিরোধীদের মদত রয়েছে বলেও দাবি করছে শাসক দল ৷

 

spot_img

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...