Tuesday, November 11, 2025

মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভিলেন হতে পারে বৃষ্টি, ফাইনালে উঠতে মুখিয়ে আছে ভারত

Date:

Share post:

মহিলাদের টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ বৃষ্টির জন্য পণ্ড হয়েছে। এবার সেমিফাইনাল ম্যাচও বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মঙ্গলবার থেকে সিডনিতে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। বুধবার প্রায় সারাদিন বৃষ্টি হয়েছে সিডনিতে। দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান বনাম থাইল্যান্ডের ম্যাচ বাতিল হয়েছে আগেই। সিডনিতে ভারতীয় সময় সকাল সাড়ে নটা থেকে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ শুরু হওয়ার কথা। কিন্তু সেই ম্যাচ হওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখনও চলছে বৃষ্টি ।
একই মাঠে দুপুর দেড়টা থেকে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ হওয়ার কথা।
বৃষ্টির জন্য আজ দুটি সেমিফাইনাল ভেস্তে গেলে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিশ্বকাপ সফর শেষ হয়ে যাবে। ফায়দা হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার।
আইসিসির নিয়ম বলছে, সেমিফাইনাল ম্যাচ না হলে গ্রুপ পর্বে যে দলের পয়েন্ট বেশি তাকে বিজয়ী ঘোষণা করা হবে। ভারতীয় দল গ্রুপ শীর্ষে থেকে সেমিতে উঠেছে। অন্য গ্রুপে শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ আজ বৃষ্টির জন্য ম্যাচ পণ্ড হলে ফাইনাল খেলবে ভারত-দক্ষিণ আফ্রিকা।
এ বারের বিশ্বকাপে হরমনপ্রীত কৌরের দলকেই সেরা বলে মানছেন বিশেষজ্ঞরা। কিন্তু সেমিফাইনালে এমন একটা দলের বিরুদ্ধে আজ, বৃহস্পতিবার খেলতে নামছে ভারত, যাদের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনও দিন জিততে পারেনি তারা— ইংল্যান্ড। কিন্তু সেই ইতিহাসকে বদলে দেওয়ার মতো দুই অস্ত্র এ বার হাতে আছে হরমনপ্রীত কৌরের। যাঁদের নাম শেফালি বর্মা এবং পুনম যাদব।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ বার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলে পাঁচ বারই হেরেছে ভারত। শেষ বার এ রকমই এক সেমিফাইনালে। ২০১৮ সালে। যে হারের কথা এখনও ভুলতে পারেননি ভারতীয় ক্রিকেটারেরা। যে দলের সাত ক্রিকেটার এ বারও আছেন। তাই কঠিন লড়াই করে ভারতের মেয়েরা ফাইনালে যেতে পারে কিনা, সেই দিকেই তাকিয়ে সারা দেশ। অবশ্য আবহাওয়া নিয়ে ভাবতে রাজি নয় দুই দলই ।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...