ভারতের পর বাংলাদেশ। করোনায় আক্রান্ত হয়েছেন তিন জন। এঁদের মধ্যে রয়েছেন ইতালি থেকে আসা দুই বাংলাদেশি ও তাঁদের সংস্পর্শে আসা আরও এক জন।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তাতে প্রমাণ হয়েছে তাঁদের শরীরে ভাইরাসের উপস্থিতি। আক্রান্তদের মধ্যে একজন মহিলা, দু’জন পুরুষ। তিনি আরও জানান, করোনাভাইরাসে আক্রান্ত হওয়া তিন জনের ছাড়াও আরও তিন জনকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।


আরও পড়ুন-করোনা আতঙ্কের জের, বিদেশি প্রবেশে রাশ টানল অরুনাচল প্রদেশ
