Friday, November 14, 2025

জ্যোতি বসু স্মারক সম্মানে সম্মানিত প্রথম মহিলা বাসচালক, এক ক্যারাটে কিড

Date:

Share post:

২০১০-এ বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুর পর তাঁর স্বাতন্ত্র্য ধরে রাখতে গঠিত হয় “জ্যোতি বসু মেমোরিয়াল ফাউন্ডেশন ইনস্টিটিউট”৷ প্রতিবছর এই সংস্থা সম্মানিত করে তাঁদের, যাঁরা মাথা নোয়াননি কখনও।

এবছরের নারী দিবসে এই সংস্থা ‘জ্যোতির্ময়ী ২০২০‘ সম্মান জানিয়েছে নিজের কর্মদক্ষতা ও প্রতিভায় উজ্জ্বল রাজ্যের দুই বিরল ব্যক্তিত্বকে৷ কলকাতার প্রথম মহিলা বাসচালক প্রতিমা পোদ্দার এবং ক্যারাটে কিড অন্বেষা নূর-এর হাতে এই সম্মান তুলে দেন সংস্থার প্রতিষ্ঠাতা এবং জ্যোতি বসুর পুত্রবধূ রাখী বসু এবং বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত৷

◾প্রতিমা পোদ্দার :
স্বামী ছিলেন পেশায় বাসচালক । অভাবের সংসার হলেও জুটে যেতো ভাত-কাপড়৷ হঠাৎ দুর্ঘটনায় পঙ্গু হয়ে পড়লেন স্বামী। তখন বাধ্য হয়ে সংসারের ভার তুলে নেন প্রতিমা। স্বামীর পেশা-ই নিজের করে নিলেন৷ কলকাতা পেলো প্রথম মহিলা বাস ড্রাইভার।

◾অন্বেষা নূর:
অনটন তো ছিলোই, সঙ্গে ছিলো মৃগী রোগ৷ এই দুয়ের বিরুদ্ধে লড়তে থাকা অন্বেষা নূর মাত্র ৬ বছর বয়স থেকে ক্যারাটেতে দক্ষ। আজ সে প্রতিবছর এক লক্ষ মেয়েকে আত্মরক্ষার পাঠ দেয় বিনা পারিশ্রমিকে ক্যারাটে শিখিয়ে৷

সংস্থার প্রতিষ্ঠাতা এবং জ্যোতি বসুর পুত্রবধূ রাখী বসু এবং বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের উপস্থিতিতে সংস্থা এঁদের সম্মানিত করল স্মারক এবং ২৫ হাজার টাকা তুলে দিয়ে৷ রাখী বসু বলেছেন, এই দুই নারী আপন শক্তিতে শক্তিমান। তাই জ্যোতি বসুর নামাঙ্কিত এই সম্মান এদের হাতেই মানায়। আর দুই কৃতী বলেছেন, তাঁরা এই সম্মান পেয়ে গর্বিত। এই সম্মানের মর্যাদা রাখতে আজীবন চেষ্টা করবেন৷

spot_img

Related articles

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...