করোনার জেরে এবারের আইপিএল বাতিল হতে পারে

করোনাভাইরাসের সংক্রমণের জেরে এই মরসুমের আইপিএল বাতিল হতে পারে । মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ সোমবার এমনই ইঙ্গিত দিয়েছেন । তিনি বলেছেন, ‘‘একসঙ্গে প্রচুর মানুষ জমায়েত হলে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়। এ রকম প্রতিযোগিতা পরেও আয়োজন করা যায়। আইপিএল বাতিল হয়ে যাবে কি না এই নিয়ে আলোচনা চলছে।’’
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে অবশ্য এই বিষয়ে একটি শব্দও উচ্চারণ করা হয়নি । বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই বলেছেন, ‘‘আমরা আইপিএল নিয়ে সমস্ত রকম সতকর্তামূলক ব্যবস্থা নেব। আমাদের মেডিক্যাল টিমই এ ব্যাপারে বলতে পারবে। ’’
এই মরসুমের আইপিএল শুরু হবে ২৯ মার্চ থেকে। শেষ হবে ২৪ মে। সাতটি ম্যাচ হওয়ার কথা মুম্বইয়ে। সোমবার পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩।

Previous articleমধ্যপ্রদেশ কংগ্রেসের সংকট বাড়িয়ে কমল নাথ সরকারের ২০ মন্ত্রীর ইস্তফা
Next articleজ্যোতি বসু স্মারক সম্মানে সম্মানিত প্রথম মহিলা বাসচালক, এক ক্যারাটে কিড