ফাগের রঙে রঙিন সারা দেশ

উজ্জয়িনী মহাকাল মন্দির থেকে বারাণসি। ফাগুনের রঙে রঙিন গোটা দেশ। উত্তর ভারতে এই রঙের উৎসব প্রতিবছরই অন্য মাত্রা পেয়ে থাকে। দেশে করোনা আতঙ্ক থাকলেও উৎসবে কোনো ঘাটতি নেই। সকাল থেকেই মথুরায় মন্দিরে মন্দিরে ভিড় জমিয়েছেন ভক্তরা। কাশী বিশ্বনাথ মন্দিরের জন্য বিখ্যাত বারাণসিতে রঙের উৎসব ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতন। ঐতিহ্য মেনে বসেছিল শাস্ত্রীয় সংগীতের আসর। উজ্জয়িনীর বিখ্যাত মহাকাল মন্দিরে ভগবান শিবের সঙ্গে এদিন রং খেললেন ভক্তরা। হিমাচল প্রদেশের কিন্নর প্রদেশ স্থানীয়রা মেতেছিলেন ফাগলি উৎসবে।

Previous articleরবীন্দ্রভারতীতে রবি- গান বিকৃতির তদন্তে কলকাতা পুলিশ
Next articleসোনিয়া-রাহুলের অপদার্থতায় দলে সঙ্কট, দলছুট সিন্ধিয়ারা