৭৯ মিনিট। ঠিক তার আগে গোল লাইনে শুয়ে ফাউলের নাটক করে কার্ড দেখেছেন শুভ। ঠিক তার মিনিট খানেক পরেই লেফট উইং থেকে পর পর পাস খেলে বল গেল বক্সের বাইরে পাপা বাবাকেতিয়া কাছে। পাপা ভুল করেননি। আইজলের জালে বল। মাঠের প্রায় সতেরো হাজার দর্শকের গর্জন। দ্বিতীয়বার আই লিগ সবুজ মেরুণের।
আরও কয়েকটি ম্যাচ বাকি থাকতেই। মাঠে মশাল নয়। রাতের কল্যাণীতে জ্বলে উঠল মোবাইলের আলো। উল্লাস। পাল তোলা নৌকা। গর্জন। টিম মোহনবাগানের উল্লাস। ক্লাব কর্তারাও বাঁধনহারা। হোলির দিনে
