নভেল করোনাভাইরাস বা কোভিড-19 এ আক্রান্ত ইতালির সেনাপ্রধান সালভেতর ফারিনা।

ফারিনা রবিবার অসুস্থবোধ করলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তাঁর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব রয়েছে। আপাতত চিকিৎসকদের পরামর্শে তিনি ১৪ দিন বাড়িতে থাকবেন।

সালভেতর ফারিনা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার মধ্যেই দেশটির ভারপ্রাপ্ত সেনাপ্রধানের নাম ঘোষণা করা হয়েছে। ফারিনার অবর্তমানে জেনারেল বনাতো এ দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে সবচেয়ে বেশি ছড়িয়েছে এই মারণ ভাইরাস। দেশটির উত্তরাঞ্চলে ১ কোটি ৬০ লাখ বাসিন্দাকে এরই মধ্যে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।