করোনার সঙ্গে ‘জোট’ কলেরার! বন্ধের মুখে স্ট্রিট ফুড

করোনা ভাইরাসে আতঙ্কিত গোটা বিশ্বের মানুষ। তার এসে আবার যোগ দিয়েছে কলেরা। বেঙ্গালুরুতে বাড়ছে কলেরার সংক্রমণ। বাদ পড়ছে কেরলের স্ট্রিট ফুড। বন্ধের মুখে বহু ব্যবসা। মাথায় হাত হকারদের।

দেশজুড়ে ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭। দেশের ২১টি বিমানবন্দরে চলছে বিশেষ থার্মাল স্ক্রিনিং। বেঙ্গালুরুতে, শহরজুড়ে থাবা কলেরার। গত সপ্তাহ থেকে কলেরা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জন। পেটের রোগ নিয়ে হাসপাতালে ভিড় বাড়ছে রোগীদের।

কেন্দ্রীয় গবেষণা সংস্থার রিপোর্ট বলছে, “কলেরা যে নতুন করে ফিরে এল এমনটা নয়। দেশ থেকে কখনওই পুরোপুরি নির্মূল হয়নি। প্রতি বছরই কিছু জীবাণু মেলে। “

Previous articleপার্ক সার্কাস কাণ্ড: জোটবদ্ধ সাংবাদিক মহল, রেল পুলিশকে ৭২ ঘন্টা সময়
Next articleকোভিড-19: আক্রান্ত ইতালির সেনাপ্রধান