Wednesday, November 12, 2025

চোখের জলে শেষবিদায় সন্তু মুখোপাধ্যায়কে

Date:

Share post:

প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। বুধবার, রাত পৌনে ১২টা নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। শোকজ্ঞাপন করেন তিনি।
দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন সন্তু মুখোপাধ্যায়। বুধবার সন্ধেয় দক্ষিণ কলকাতার বাসভবনে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৬৯ বছর। তপন সিনহার ‘রাজা’ সিনেমা দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু। তরুণ মজুমদার, হরনাথ চক্রবর্তী সহ বিভিন্ন পরিচালকের ছবিতে কাজ করেছেন সন্তু মুখোপাধ্যায়। হারমোনিয়াম, গণদেবতা, কলঙ্কিনী কঙ্কাবতী ছবিতে তাঁর অভিনয় এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। ছবির পাশাপাশি বাংলা নাট্যমঞ্চে তিনি ছিলেন পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে বাংলা সিরিয়ালেও কাজ করেছেন সন্তু। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও ছেদ পড়েনি অভিনয়ে। কয়েকদিন আগে পর্যন্ত ধারাবাহিকের শুটিং করেছেন। তাঁর মৃত্যুতে বাংলা সিনেমা জগতে শোকের ছায়া নেমে আসে। তাঁর দুই কন্যার মধ্যে স্বস্তিকা মুখোপাধ্যায় বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী। সন্তু মুখোপাধ্যায়ের ভাই সুমন মুখোপাধ্যায়ও অভিনয় জগতের অত্যন্ত পরিচিত মুখ। এদিন সন্ধেয় সন্তু মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বাড়িতে ভিড় জমান টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা।
প্রিয় অভিনেতা ও সহকর্মীর প্রয়াণে শোকপ্রকাশ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, পরমব্রত চট্টোপাধ্যায় সহ অনেকেই। বর্ষীয়ান অভিনেতাকে স্মরণ করে টুইট করেন রাজ চক্রবর্তী, অরিন্দম শীল, মিমি চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী সহ অনেকেই।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...